Printed on Thu Jan 20 2022 10:56:14 AM

মালদ্বীপে বৈধতা পাবেন অবৈধ বাংলাদেশি কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রবাসীজাতীয়
বাংলাদেশি কর্মী
বাংলাদেশি কর্মী
মালদ্বীপে অবস্থানরত অবৈধ সব বাংলাদেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন।  এছাড়া মালদ্বীপ থেকে প্রবাসীরা যেন সহজে দেশে টাকা পাঠাতে পারেন সেজন্য একটি ব্যাংকের শাখা মালদ্বীপে খোলার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভা করেন মন্ত্রী ইমরান আহমদ। এ সময় তিনি এসব কথা জানান।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আপনাদের জন্য সমঝোতা স্মারক করা হচ্ছে। ফলে, মালদ্বীপে বাংলাদেশ থেকে কর্মী আসা-যাওয়া করবে। আশা করি, মালদ্বীপে যত অবৈধ বাংলাদেশি আছে সবাই বৈধতা পাবেন। দেশে টাকা পাঠাতে যে সমস্যা সেটার জন্য আমি দেশে গিয়ে যেকোনো একটি ব্যাংকের শাখা যেন এখানে করা হয় তার ব্যবস্থা করব।

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে বর্তমানে দেশটি সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে ঢাকা ও মালের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি সই হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দূতালয়ের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, মালদ্বীপে প্রবাসী পেশাজীবী ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইপি আলহাজ্ব মোহাম্মদ সোহেল রানা, মালদ্বীপের শীর্ষ ব্যবসায়ী আহমেদ মুক্তাকী, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর-সহ বিভিন্ন অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন : অপরূপ সুন্দর মালদ্বীপে কি করছে বাংলাদেশিরা

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/61541
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ