Printed on Fri Oct 15 2021 9:42:41 PM

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৪ শতাংশের সম্ভাবনা: বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
অর্থনীতিজাতীয়
বাংলাদেশের জিডিপি
বাংলাদেশের জিডিপি
বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বিশ্বব্যাংক। কোভিড-১৯ এ কিছুটা বিপর্যস্ত হলেও চলতি ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

‘মোড় পরিবর্তন: ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন’ শীর্ষক নতুন এই প্রতিবেদনে বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কে বলেছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরও বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে।  বৃহস্পতিবার ৭ অক্টোবর বিশ্বব্যাংকের 'সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস'-এর সর্বশেষ প্রতিবেদনে এই পূর্বাভাস দেয় সংস্থাটি।

আরো পড়ুন : টিকার জন্য বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ পাচ্ছে ৫০ কোটি ডলার ঋণ

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি ২০২০–২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও বেশি সমৃদ্ধ হবে। কিন্তু এটি করোনার টিকা দেওয়ার গতির ওপর নির্ভর করছে কেননা টিকা দেয়া ব্যাপারে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে আছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ায় মালদ্বীপের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি বেড়ে ১১ শতাংশ হতে পারে। মালদ্বীপের পরে ভারতের প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ হতে পারে। এরপর বাংলাদেশের অবস্থান। বিশ্বব্যাংক বলেছে, সমষ্টিগতভাবে দক্ষিণ এশিয়ায় গড়ে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেছেন, মহামারি দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে বেশ গভীর প্রভাব ফেলেছে। ভবিষ্যতে দক্ষিণ এশিায়য় উন্নতি নির্ভর করছে টিকা দেওয়ার গতি ওপর।

ভয়েস টিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55121
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ