Printed on Fri Jan 21 2022 5:54:48 AM

মাছ কিনতে গিয়ে বাস চাপায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ
বাস চাপায়
বাস চাপায়
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী কোচের চাপায় ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। রোববার ১৯ডিসেম্বর সকাল ৭টার দিকে মাছ কিনতে বাজারে যাওয়ার পথে টাটকপুর নামক স্থানে এঘটনা ঘটে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়– মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে জহুরুল ইসলাম ভ্যানে চালক ছিলেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, নিহতরা সকালে ভ্যান যোগে বিরামপুর শহরে মাছ কিনতে আসছিল। পথে টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি উঠা মাত্র ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) একটি যাত্রীবাহি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুইজন নিহত হন। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/61103
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ