শুটিং শেষ, ঈদেই মুক্তি পাচ্ছে ’বিক্ষোভ’


আগামী ঈদুল ফিতরেই মুক্তি পেতে যাচ্ছে দেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান স্প্ল্যাশ মিডিয়ার ‘বিক্ষোভ’ সিনেমা।
এরইমধ্যে রোমান্টিক গানের মধ্য দিয়ে দুই বাংলায় এ চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে।
এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন এপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক শান্ত খান এবং ওপার বাংলার সুপার হিট অভিনেত্রী শ্রাবন্তী।
শামীম আহমেদ রনির গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
অভিনয় প্রসঙ্গে নায়ক শান্ত খান বলেন, গানের শুটিংসহ চলচ্চিত্রটি পুরো কাজ শেষ। এখন ভারতে অভিনেত্রী শ্রাবন্তীর ডাবিং চলছে।
গানের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এ অভিনেতা বলেন, ‘গানের শিরোনাম ‘চেয়েছি তোকে আফ্রি’। শ্রাবন্তীর সঙ্গে পিওর রোমান্টিক গান হবে এটি। শ্রাবন্তী এতো মিশুক যে উনি সব বিষয়ে সহজ করে নিয়েছেন। উনি জিৎ, দেব, সোহম, অঙ্কুশ থেকে আমাদের সুপারস্টার শাকিব খানের সঙ্গেও রোমান্টিক গান করেছেন। সম্ভবত কম বয়সী কো আর্টিস্ট হিসেবে আমার সঙ্গে রোমান্টিক গান করলেন। খুব মজা হয়েছে শুটিংয়ে। আমার বিশ্বাস, বিক্ষোভ সিনেমায় এ গানটি দেখে দর্শকদের কাছে খুবই ভালো লাগবে।’
আরও পড়ুন : শাপলা মিডিয়ার ১০ সিনেমায় অভিনয় করবে দেব
ভারত থেকে বিক্ষোভ’র সম্পাদনা, কালার ও ভিএফএক্স-এর কাজ করা হচ্ছে। এখন পোস্ট প্রডাকশন চলছে। আসন্ন রোজার ঈদে বিক্ষোভ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে চলচ্চিত্রটির নির্মাতা শামীম আহমে রনি বলেন, ‘প্রতি বছর শতশত মেধাবী শিক্ষার্থীর জীবন চলে যায় সড়ক দুর্ঘটনায়। এই বিষয়টি মানবিকতার জায়গা থেকে নাড়া দিয়েছে আমাদের। নিরাপদ সড়ক দাবির ইস্যুটি দর্শকদের সামনে উপস্থাপন করতেই আমরা এ চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমাদের বিশ্বাস, বিক্ষোভ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমার দর্শকরা নতুন অনেক কিছু পাবেন।
এ সিনেমাটি সব বয়সী মানুষের কাছেই জনপ্রিয় হবে মনে করেন তিনি।
এদিকে বিক্ষোভ চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন বলিউডের সানি লিওন। আর সেই গানে কণ্ঠ দেন ওপার বাংলার তাক লাগানো শিল্পী কোনাল।
এর আগে গেলো বছরের ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মুম্বাইয়ে সানি লিওনের আইটেম গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির ক্যামেরা চালু হয়। এরপর পর্যায়ক্রমে বিএফডিসিসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে চলে ‘বিক্ষোভ’ ছবির শুটিং।
শ্রাবন্তী-শান্ত ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাহুল দেবসহ দুই বাংলার অনেক অভিনেতা-অভিনেত্রী।
চলচ্চিত্রটির প্রযোজক স্প্ল্যাশ মিডিয়ার মালিক পিংকি খান। তিনি দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা।
আরও পড়ুন : প্রেমিক যুগলদের শহর প্যারিস
ভয়েস টিভি/ডিএইচ/একে
এরইমধ্যে রোমান্টিক গানের মধ্য দিয়ে দুই বাংলায় এ চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে।
এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন এপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক শান্ত খান এবং ওপার বাংলার সুপার হিট অভিনেত্রী শ্রাবন্তী।
শামীম আহমেদ রনির গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
অভিনয় প্রসঙ্গে নায়ক শান্ত খান বলেন, গানের শুটিংসহ চলচ্চিত্রটি পুরো কাজ শেষ। এখন ভারতে অভিনেত্রী শ্রাবন্তীর ডাবিং চলছে।
গানের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এ অভিনেতা বলেন, ‘গানের শিরোনাম ‘চেয়েছি তোকে আফ্রি’। শ্রাবন্তীর সঙ্গে পিওর রোমান্টিক গান হবে এটি। শ্রাবন্তী এতো মিশুক যে উনি সব বিষয়ে সহজ করে নিয়েছেন। উনি জিৎ, দেব, সোহম, অঙ্কুশ থেকে আমাদের সুপারস্টার শাকিব খানের সঙ্গেও রোমান্টিক গান করেছেন। সম্ভবত কম বয়সী কো আর্টিস্ট হিসেবে আমার সঙ্গে রোমান্টিক গান করলেন। খুব মজা হয়েছে শুটিংয়ে। আমার বিশ্বাস, বিক্ষোভ সিনেমায় এ গানটি দেখে দর্শকদের কাছে খুবই ভালো লাগবে।’
আরও পড়ুন : শাপলা মিডিয়ার ১০ সিনেমায় অভিনয় করবে দেব
ভারত থেকে বিক্ষোভ’র সম্পাদনা, কালার ও ভিএফএক্স-এর কাজ করা হচ্ছে। এখন পোস্ট প্রডাকশন চলছে। আসন্ন রোজার ঈদে বিক্ষোভ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে চলচ্চিত্রটির নির্মাতা শামীম আহমে রনি বলেন, ‘প্রতি বছর শতশত মেধাবী শিক্ষার্থীর জীবন চলে যায় সড়ক দুর্ঘটনায়। এই বিষয়টি মানবিকতার জায়গা থেকে নাড়া দিয়েছে আমাদের। নিরাপদ সড়ক দাবির ইস্যুটি দর্শকদের সামনে উপস্থাপন করতেই আমরা এ চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমাদের বিশ্বাস, বিক্ষোভ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমার দর্শকরা নতুন অনেক কিছু পাবেন।

এ সিনেমাটি সব বয়সী মানুষের কাছেই জনপ্রিয় হবে মনে করেন তিনি।
এদিকে বিক্ষোভ চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন বলিউডের সানি লিওন। আর সেই গানে কণ্ঠ দেন ওপার বাংলার তাক লাগানো শিল্পী কোনাল।
এর আগে গেলো বছরের ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মুম্বাইয়ে সানি লিওনের আইটেম গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির ক্যামেরা চালু হয়। এরপর পর্যায়ক্রমে বিএফডিসিসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে চলে ‘বিক্ষোভ’ ছবির শুটিং।
শ্রাবন্তী-শান্ত ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাহুল দেবসহ দুই বাংলার অনেক অভিনেতা-অভিনেত্রী।
চলচ্চিত্রটির প্রযোজক স্প্ল্যাশ মিডিয়ার মালিক পিংকি খান। তিনি দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা।
আরও পড়ুন : প্রেমিক যুগলদের শহর প্যারিস
ভয়েস টিভি/ডিএইচ/একে
সর্বশেষ সংবাদ