সিনেবাজ অ্যাপে দেখুন বিপাশা কবিরের সিনেমা


মাত্র ১০ টাকায় দেখা যাবে ভিন্ন ধারার গল্পে নির্মিত নতুন বাংলা সিনেমা। ওটিটি প্লাটফর্ম সিনেবাজ অ্যাপে মুক্তি দেয়া হয়েছে পরানে পরান বাধিয়া নামের নতুন এ সিনেমা।
এ সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আর্টেম গার্ল খ্যাত মডেল ও চিত্রনায়িকিা বিপাশা কবীর।
লাক্স তারকা বিপাশা কবির জানিয়েছেন, পরানে পরান বাধিয়া সিনেমার চরিত্রটি আমার মন ছুঁয়ে গেছে। যে কারণে কাজটি অধিক মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। সিনেমাটি দেখলে সবারই ভালো লাগবে।
সিনেমায় বিপাশা কবিরের সঙ্গে দেখা যাবে নবাগত নায়ক গাজী রিপনকে।
সিনেমায় আরও অভিনয় করেছেন রাজন, মারিয়া মাইশা,রেবেকা, জয়রাজ, সোমা আকাশ, আশরাফ টুলু ও অনজলি।
সিনেবাজ অ্যাপে মুক্তি দেয়া নতুন সিনেমাটির পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়া।
আকাশ আচার্য্যের পরিচালনায় ও পিংকি খান প্রযোজনা করছেন পরানে পরান বাধিয়া সিনেমাটি।
টপ নাইন মুভি নিবেদিত এ চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু। আর সংগীত পরিচালনা করেন রাফাত।
তৌহিদ জামানের সম্পদনায় ও শাহীন সুমন এবং অপূর্ব রায়ের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত পরানে পরান বাধিয়া সিনেমার গানে কন্ঠ দিয়েছেন রাফাত, কাজী শুভ, কনা ও মমতাজ।
এ সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আর্টেম গার্ল খ্যাত মডেল ও চিত্রনায়িকিা বিপাশা কবীর।
লাক্স তারকা বিপাশা কবির জানিয়েছেন, পরানে পরান বাধিয়া সিনেমার চরিত্রটি আমার মন ছুঁয়ে গেছে। যে কারণে কাজটি অধিক মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। সিনেমাটি দেখলে সবারই ভালো লাগবে।
সিনেমায় বিপাশা কবিরের সঙ্গে দেখা যাবে নবাগত নায়ক গাজী রিপনকে।
সিনেমায় আরও অভিনয় করেছেন রাজন, মারিয়া মাইশা,রেবেকা, জয়রাজ, সোমা আকাশ, আশরাফ টুলু ও অনজলি।
সিনেবাজ অ্যাপে মুক্তি দেয়া নতুন সিনেমাটির পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়া।
আকাশ আচার্য্যের পরিচালনায় ও পিংকি খান প্রযোজনা করছেন পরানে পরান বাধিয়া সিনেমাটি।
টপ নাইন মুভি নিবেদিত এ চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু। আর সংগীত পরিচালনা করেন রাফাত।
তৌহিদ জামানের সম্পদনায় ও শাহীন সুমন এবং অপূর্ব রায়ের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত পরানে পরান বাধিয়া সিনেমার গানে কন্ঠ দিয়েছেন রাফাত, কাজী শুভ, কনা ও মমতাজ।
সর্বশেষ সংবাদ