Printed on Sun Oct 24 2021 5:45:56 AM

বিমানে পা তুলে 'বাবু' হয়ে বসে আলোচনায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন
পা
পা
কাজের জন্য বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউডে বেশ কয়েক বছর আগেই পাড়ি দিয়েছেন এই অভিনেত্রী। আর তারপর থেকেই কখনও নিউইয়র্ক, কখনও আবার ইংল্যান্ড অথবা স্পেন বিভিন্ন জায়গায়ে শ্যুটিং এর জন্য যেতে হয় তাকে।

সম্প্রতি প্রিয়াঙ্কা তার আসন্ন ওয়েবসিরিজ 'সিটাডেল'-এর জন্য স্পেন রওনা দিয়েছিলেন একটি প্রাইভেট ফ্লাইটে। সেই ফ্লাইট থেকেই প্রিয়াঙ্কার ছবি সোশ্যালে ভাইরাল।

ছবিতে দেখা যাচ্ছে, প্রাইভেট ফ্লাই‌‌‌টের সিটে প্রিয়াঙ্কা পা তুলে বাবু হয়ে বসে আছেন। অভিনেত্রীর পরনে এক‌‌টি সাদা কালো স্ট্রাইপ শার্ট, বেজ রঙের প্যান্ট এবং ব্রাউন জ্যাকেট। পোশাক এমন হলেও প্রিয়াঙ্কা বসেছেন ঠিক যেমন ভাবে ভারতীয়রা বসে আড্ডা দেন। নেটিজেনদের অন্তত তেমনই মত।

আর তাই তার ছবিতে নে‌টিজেন কমেন্ট করেছেন, "আরে ইয়ে তো ইন্ডিয়া ওয়ালে।" আবার কেউ লিখছেন, "প্রিয়াঙ্কার এই বসার ধরন বেশ ভালো লাগল।" আর একজন নেটিজেনের কথায়, "ভারতীয়দের বসার ধরন সবচেয়ে আরামদায়ক। প্রিয়াঙ্কাকে কুর্ণিশ। তিনি এখনও দেশি গার্লই আছেন।'

প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এই ছবিটি তুলে দিয়েছেন। এর আগে সিটাডেল-এ প্রিয়াঙ্কারসহ অভিনেতাও প্রাইভেট ফ্লাইট থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে প্রিয়াঙ্কার সারমেয় ডায়নাকেও দেখা গিয়েছিল। প্রিয়াঙ্কা সম্প্রতি গিয়েছিলেন প্যারিস এর গ্লোবাল সি‌টিজেন ইভেন্টে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54594
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ