Printed on Sat Sep 25 2021 10:20:38 AM

বিয়ের পিঁড়িতে তনুশ্রী চক্রবর্তী!

বিনোদন ডেস্ক
বিনোদন
তনুশ্রী
তনুশ্রী
টলিউডে কি বাজতে চলেছে বিয়ের সানাই! ২২ আগস্ট রোববার সকালে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। কনের সাজে নিজের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

পোস্টের ক্যাপশনে ধন্যবাদ জানিয়েছেন তার সাজপোশাকের দায়িত্বে যারা ছিলেন তাদের। কিন্তু হঠাৎ কেন এই ছবি পোস্ট করেছেন সে বিষয়ে একটি কথাও বলেননি তিনি।

সেখান থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন, তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে প্রায়ই তনুশ্রীকে পার্টি করতে দেখা যায় নুসরাত ও শ্রাবন্তীর সঙ্গে। এই মাসেই মা হতে চলেছেন নুসরত, অন্যদিকে শ্রাবন্তীর ছেলে বড় হয়ে উঠছে।

অন্যদিকে এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি তনুশ্রী। যদিও টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় বেশ অনেকদিন ধরেই পাকাপাকিভাবে একটি সম্পর্কে আছেন তনুশ্রী। কিন্তু কবে বিয়ে করছেন অভিনেত্রী সে ব্যাপারে এখনও মুখ খোলেননি তিনি।

কনের সাজে তার এই ছবি অবশ্য খুবই মনে ধরেছে ফ্যানেদের। ইনস্টাগ্রামে তার ছবির কমেন্ট বক্সে অভিনেত্রী মিমি চক্রবর্তী তনুশ্রীর কাছে জানতে চেয়েছেন, বিয়েটা কবে? তবে সেখানে মিমির থেকেও নেটিজেনরা জানতে চেয়েছেন মিমি নিজে কবে বিয়ে করছেন। তনুশ্রী অবশ্য সেই সব গুঞ্জন উড়িয়ে জানিয়ে দিয়েছেন যে বিয়ে করেননি তিনি। এটি একটি ফটোশ্যুটের ছবি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51947
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ