ফের বেপরোয়া সেই বেরোবি কর্মচারি!


ফের বেপরোয়া হয়ে উঠেছে সদ্য নিয়োগপ্রাপ্ত বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাংবাদিক শিক্ষার্থীদের পতিতা বলে কটূক্তি করা তৃতীয় শ্রেণির সেই কর্মচারি পিএ-টু-পরীক্ষা নিয়ন্ত্রক খােরশেদ আলম। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কটূক্তি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
১১ জানুয়ারি সোমবার দুপুরে খোরশেদের বিরুদ্ধে মানহানীর অভিযোগ এনে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।
সংগঠনটির আহবায়ক ড. মতিউর রহমান স্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ক্যাম্পাসে উপাচার্যের উপস্থিতি দাবিতে উপউপাচার্য অধ্যাপক ড. সরিফা সালােয়া ডিনার সঙ্গে অধিকার সুরক্ষা পরিষদের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছিল। ওই দিন দুপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত বেরােবির কর্মচারি পিএ-টু-পরীক্ষা নিয়ন্ত্রক খােরশেদ আলম উদ্দেশ্য প্রণােদিতভাবে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচার করে।
ওই ফেসবুক পােস্ট উপাচার্যসহ কতিপয় শিক্ষক ও কর্মকর্তার টাইমলাইনেও দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে সদ্য নিয়ােগপ্রাপ্ত একজন কর্মচারীর এমন অসদাচারণের প্রতিবাদ জানিয়ে ওই কর্মচারির বিচার দাবি করা হয়।
এদিকে অভিযুক্ত খোরশেদের বিরুদ্ধে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরােধ জানায় অধিকার সুরক্ষা পরিষদ। এর মধ্যে ব্যবস্থা না নিলে এর মদদদাতা ও প্রচারকসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুশিয়ারি দেয় সংগঠনটি।
এর আগে খােরশেদ আলম গত ২৫ জুলাই ২০২০ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক শিক্ষার্থীদের হকার , চাটুকর, কুলাঙ্গার, ছাত্র নামের অছাত্র, তেলবাজ, স্বার্থান্বেষী, অসৎ, লােলুপ প্রভৃতি অশালিন মন্তব্য করে ফেসবুকে প্রচারণা চালায়। তিনি শিক্ষার্থীদের ঝাঁটাপেটা করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ারও হুমকী দেন।
ভয়েস টিভি/এমএইচ
১১ জানুয়ারি সোমবার দুপুরে খোরশেদের বিরুদ্ধে মানহানীর অভিযোগ এনে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।
সংগঠনটির আহবায়ক ড. মতিউর রহমান স্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ক্যাম্পাসে উপাচার্যের উপস্থিতি দাবিতে উপউপাচার্য অধ্যাপক ড. সরিফা সালােয়া ডিনার সঙ্গে অধিকার সুরক্ষা পরিষদের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছিল। ওই দিন দুপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত বেরােবির কর্মচারি পিএ-টু-পরীক্ষা নিয়ন্ত্রক খােরশেদ আলম উদ্দেশ্য প্রণােদিতভাবে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচার করে।
ওই ফেসবুক পােস্ট উপাচার্যসহ কতিপয় শিক্ষক ও কর্মকর্তার টাইমলাইনেও দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে সদ্য নিয়ােগপ্রাপ্ত একজন কর্মচারীর এমন অসদাচারণের প্রতিবাদ জানিয়ে ওই কর্মচারির বিচার দাবি করা হয়।
এদিকে অভিযুক্ত খোরশেদের বিরুদ্ধে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরােধ জানায় অধিকার সুরক্ষা পরিষদ। এর মধ্যে ব্যবস্থা না নিলে এর মদদদাতা ও প্রচারকসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুশিয়ারি দেয় সংগঠনটি।
এর আগে খােরশেদ আলম গত ২৫ জুলাই ২০২০ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক শিক্ষার্থীদের হকার , চাটুকর, কুলাঙ্গার, ছাত্র নামের অছাত্র, তেলবাজ, স্বার্থান্বেষী, অসৎ, লােলুপ প্রভৃতি অশালিন মন্তব্য করে ফেসবুকে প্রচারণা চালায়। তিনি শিক্ষার্থীদের ঝাঁটাপেটা করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ারও হুমকী দেন।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ