Printed on Wed Feb 01 2023 4:13:43 PM

ভারতে পুরুষের চেয়ে বেড়েছে নারী

নিজস্ব প্রতিবেদক
বিশ্বপশ্চিমবঙ্গ
বেড়েছে নারী
বেড়েছে নারী
ভারতে প্রথমবারের মতো পুরুষের চেয়ে বেশি হয়েছে নারী জনসংখ্যা। দেশটির সরকারি এক জরিপে বলা হয়েছে, দেশটিতে এখন আর জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে না। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে পঞ্চম জাতীয় পরিবার এবং স্বাস্থ্য জরিপ চালায় ভারতের সরকার। ওই জরিপে দেখা যায়, ভারতে প্রতি ১ হাজার পুরুষের অনুপাতের নারীর সংখ্যা ১ হাজার ২০ জন।

প্রায় সাড়ে ৬ লাখ পরিবারের ওপর এই জরিপ চালানো হয়। সেখানে দেখা যায়, ভারতে গড় জন্মহার কমে ২ শতাংশে দাঁড়িয়েছে। শহরাঞ্চলে এই হার আরও কম। সেখানে জন্মহার ১.৬ শতাংশ।

এর অর্থ হচ্ছে, বয়স্ক জনগোষ্ঠীর জায়গা দখল করে নেয়ার মতো যথেষ্ট পরিমাণ শিশুর জন্ম হচ্ছে না। ভারতের ১৪০ কোটি জনসংখ্যা, তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে বলে মনে করা হচ্ছে। ১৯৫০-র দশকে একজন নারীর গড়ে ছয়জন সন্তান ছিল।

পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হয়ে যাওয়া ভারতের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনাও বটে। কারণ বহু বছর ধরে দেশটিতে মেয়ে শিশুর ভ্রুণ হত্যার ঘটনা ঘটে আসছে। তাই মেয়ে শিশু জন্ম নিশ্চিতে সরকার জোরালো পদক্ষেপ নিচ্ছে বলেই মনে হচ্ছে।

১৯৯০ সালে ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রথমবার ভারতের এই ৩ কোটি ৭০ লাখ ‘মিসিং নারী’ নিয়ে লিখেন। ওই সময় দেশটিতে প্রতি ১ হাজার পুরুষের তুলনায় নারীর সংখ্যা ছিল ৯২৭ জন।

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/59549
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ