তুরস্কে রাশিয়া ও ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন


রুশ ও ইউক্রেনের চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছেন। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর জানিয়েছে বিবিসি অনলাইন লাইভ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই বৈঠকের প্রস্তাব করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ১০ মার্চ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরদিন ১১ মার্চ কূটনৈতিক ফোরামের অনুষ্ঠান হওয়ার কথা।
তবে দুই দেশের মধ্যে কোনো শান্তি আলোচনার সম্ভাবনা দূরূহ বলে মনে করা হচ্ছে। বেলারুশ সীমান্তে একাধিক দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও দুই পক্ষ এখন পর্যন্ত কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান ১৪তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে সকালে ‘এয়ার সাইরেন’ বাজানো হয়। কিয়েভ ও আশপাশের এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ভয়েসটিভি/এমএম
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই বৈঠকের প্রস্তাব করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ১০ মার্চ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরদিন ১১ মার্চ কূটনৈতিক ফোরামের অনুষ্ঠান হওয়ার কথা।
তবে দুই দেশের মধ্যে কোনো শান্তি আলোচনার সম্ভাবনা দূরূহ বলে মনে করা হচ্ছে। বেলারুশ সীমান্তে একাধিক দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও দুই পক্ষ এখন পর্যন্ত কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান ১৪তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে সকালে ‘এয়ার সাইরেন’ বাজানো হয়। কিয়েভ ও আশপাশের এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ