Printed on Wed Dec 01 2021 11:51:03 AM

শিগগিরই শুটিং শুরু হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৪ এর

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
ব্যাচেলর পয়েন্ট
ব্যাচেলর পয়েন্ট
সাম্প্রদিক সময়ে আলোচিত ও তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক কথা উঠেলেই এক বাক্যে সবাই বলবে ‘ব্যাচেলর পয়েন্ট’এর নাম । এই তো কিছু দিন আগে অথাৎ গত ১৩ এপ্রিল শেষ হয়েছে নাটকের তৃতীয় সিজন। এরপর থেকে ‘ব্যাচেলর পয়েন্ট-৪’ নিয়ে দশকদের আগ্রহের শেষ নেই। নতুন সিজনের জন্যে ‘ব্যাচেলর পয়েন্ট এর হাবু-কাবিলা-পাশা ভক্তদের অপেক্ষা মনে হয় শেষ হতে চলছে।

অবশেষে সেই ঘোষণার আভাস মিললো। নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমিসহ এর প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীরা ফেসবুকে ‘৪’ লিখে ‘ব্যাচেলর পয়েন্ট-৪’ আসবে, সেই ইঙ্গিত দিলেন৷

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ তৃতীয় সিজন দিয়ে নাটকটি শেষ হয়ে যায়। এরপর থেকেই আলোচনায় এর ৪র্থ সিজন। অনেক দিন ধরেই নাটকটি আবারও নির্মাণ করতে অনুরোধ জানিয়ে আসছিলেন দর্শক।

তবে বিষয়টি শুধু ইঙ্গিত নয়, সিজন ৪ আসছে তা নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি বলেন, ‘ঘটনা সত্য, আমরা ‘ব্যাচেলর পয়েন্ট-৪’নিয়ে আসছি। শিগগিরই শুটিং শুরু করবো এবং আনুষ্ঠানিক ঘোষনা দিবো । ভালো কিছু হবে নতুন সিজনে ।

‘ব্যাচেলর পয়েন্ট প্রায় অভিনেতা অভিনেত্রীর চরিত্রগুলোও পেয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা।

নাটকটির তৃতীয় সিজন প্রচার শেষ পর্বে দেখা গেছে জনপ্রিয় চরিত্র কাবিলাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে । নাটকের শেষ বিয়োগাত্মক এই পরিণতি মেনে নিতে পারেনি কাবিলা বক্ত ও দর্শকরা।

আরও পড়ুন : দর্শকদের আবেগে ভাসিয়ে শেষ হলো ‌‘ব্যাচেলর পয়েন্ট’

সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ ও ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে এ নিয়ে। তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না জনপ্রিয় চরিত্র কাবিলার গ্রেফতার হওয়া। সেই প্রতিবাদ জানিয়ে আন্দোলনেরও ডাক দিয়েছিলেন অনেক দর্শক। তাদের দাবি ছিলো, কাবিলাকে অবশ্যই মুক্তি দিতে হবে। হয়তো দর্শকের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে।

ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরেও সিজন থ্রির চরিত্রগুলো থাকবে। চরিত্রের তেমন পরিবর্তন হবে না। তবে গল্পের কারণে তাদের উপস্থিতি একটু বাড়তে বা কমতে পারে। নতুন করে দও চার জন যুক্ত হবেন । শুটিং শুরুর আগে আপাতত ভক্তদের জন্য এতোটুকুই জানিয়েছেন নির্মাতা । নাটকটি প্রচার হবে আগের প্লাটফর্মেই।

অন্যদিকে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সিজন-৪ এ কাশিমপুর থেকে মুক্ত হয়ে ফিরবেন কাবিলা।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/56178
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ