Printed on Tue Sep 28 2021 6:45:44 PM

ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড়ে আসা শিশু উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড়ে আসা শিশু উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড়ে আসা শিশু উদ্ধার
ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন এলাকায় আসা নিরব (৮) নামে এক শিশুকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ২১ আগস্ট শনিবার দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের স্টেশন এলাকার সিএমবি রাস্তার সামনে থেকে স্থানীয় গালামাল ব্যবসায়ী মাসুদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটির ভাষ্য মতে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার আমতলী চান্দুরা এলাকার আজাদ আলীর ছেলে। মায়ের নাম লায়লা বেগম। দুই ভাই এক বোনের মধ্যে সে বড়। ছোট ভাইয়ের নাম ইসমাইল (৩) ও বোনের নাম দিরা মনি (৫)। চাচার নাম দুলু ও চাচাতো ভাই বোনের নাম মিম ও আকাশ। এছাড়া আর কিছু বলতে পারছে না ঐ শিশুটি।

গালামাল ব্যবসায়ী মাসুদ বলেন, শিশুটি শনিবার রাত দশটার পর সিএমবি রাস্তার সামনে কান্না করছিল। দোকান থেকে শিশুদের কান্নার আওয়াজ পেয়ে কাছে গিয়ে জানতে পারি, সে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড়ে এসেছে। পরে তাকে বাড়িতে নিয়ে গিয়ে রাতে খাওয়ানো হয়। জিজ্ঞেস করলে তার নাম নিরব বলে জানায়। বেশি কিছু বলতে না পারায় স্থানীয় সময় টেলিভিশনের সাংবাদিক আবদুর রহিমকে জানাই। উনার সহযোগিতায় থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নেয়া হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, শিশুটির বাবা-মাকে খুঁজে পেতে প্রতিটি থানায় মেসেজ দেয়া হচ্ছে। একই সাথে শিশুটির দেয়া তথ্যমতে, ওই এলাকায় খোঁজখবর নেয়া হচ্ছে। আপাতত শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখা হচ্ছে।

আরও পড়ুন : রিলিজ হলো চোখ সিনেমার টিজার

ভয়েস টিভি/ এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51961
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ