Printed on Sat Oct 16 2021 2:13:30 AM

তাইওয়ানে বহুতল ভবনে ভয়াবহ আগুন : নিহত ৪৬

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
ভবনে ভয়াবহ আগুন
ভবনে ভয়াবহ আগুন
তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে বহু মানুষ হতাহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির আগুন ‘অত্যন্ত ভয়াবহ’ ছিল। এতে বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

শহরটির দমকল প্রধান লি চিং-হসিউ ঘটনাস্থলে গণমাধ্যমে জানিয়েছেন, ইতোপূর্বে ১৩টি মরদেহ সরাসরি মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতালে পাঠানো আরও ৫৫ জনের মধ্যে ১৪ জনের শরীরে জীবিত থাকার কোনো লক্ষণ দেখা যায়নি।

হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি।

তবে লি জানিয়েছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে। দমকমলকর্মীরা এখনো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

আরও পড়ুন : তাইওয়ানের টানেলে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩৬

ভয়েস টিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55801
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ