ভারতকে হারিয়ে যুব দলের শিরোপা জয়


ভারতে অনুর্ধ্ব-১৯ ত্রিদলীয় সিরিজের ফাইনালে ১৮২ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।
ইডেন গার্ডেনে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। টসে হেরে আগে ব্যাট করে আইচ মোল্লার ৯৩ রানে ভর করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা স্কোরবোর্ডে তোলে ২৩৪ রান। প্রথম দিকের ব্যাটিং বিপর্যয় সামলিয়ে এই পুঁজি তোলে সফরকারীরা। আইচ মোল্লা বাদে ৫০ রান করেন অলরাউন্ডার আশিকুর জামান।
জবাবে ভারত অনুর্ধ্ব-১৯ 'বি' গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে। ভারতীয় শিবির একাই গুড়িয়ে দেন নাইমুর রহমান নয়ন। ১৬ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন মেহরাব হোসেন ও আশিকুর।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৩৪/১০ (৪১.৪ ওভার/৪২ ওভার) (আইচ ৯৩, জামান ৫০; ধানুশ ৬২/৩)
ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল: ৫৩/১০ (২১.৩ ওভার/৪২ ওভার) (উদয় ২৬; নয়ন ৪/১৬, মেহরব ২/৭)
ইডেন গার্ডেনে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। টসে হেরে আগে ব্যাট করে আইচ মোল্লার ৯৩ রানে ভর করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা স্কোরবোর্ডে তোলে ২৩৪ রান। প্রথম দিকের ব্যাটিং বিপর্যয় সামলিয়ে এই পুঁজি তোলে সফরকারীরা। আইচ মোল্লা বাদে ৫০ রান করেন অলরাউন্ডার আশিকুর জামান।
জবাবে ভারত অনুর্ধ্ব-১৯ 'বি' গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে। ভারতীয় শিবির একাই গুড়িয়ে দেন নাইমুর রহমান নয়ন। ১৬ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন মেহরাব হোসেন ও আশিকুর।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৩৪/১০ (৪১.৪ ওভার/৪২ ওভার) (আইচ ৯৩, জামান ৫০; ধানুশ ৬২/৩)
ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল: ৫৩/১০ (২১.৩ ওভার/৪২ ওভার) (উদয় ২৬; নয়ন ৪/১৬, মেহরব ২/৭)
সর্বশেষ সংবাদ