Printed on Thu Jan 20 2022 11:29:00 AM

ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
বহনকারী
বহনকারী
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ছাড়াও তার পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

স্থানীয় সময় ৮ ডিসেম্বর বুধবার দেশটির তামিলনাড়ু রাজ্যে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এমআই সিরিজের ওই হেলিকপ্টারটি সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নীলগিরিতে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স ঘাঁটির উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই ঘটনার বেশ কিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিপিন রাওয়াত বেঁচে আছেন কিনা বা তার অবস্থা এখন কেমন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এক টুইট বার্তায় ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইট বার্তায় জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে ছিলেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ। তিনি আজ সকালেই দিল্লি থেকে সুলুর ঘাঁটিতে গিয়েছেন।

ভখয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/60530
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ