Printed on Sun Oct 24 2021 6:11:33 AM

ভারত থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু

পেঁয়াজ আমদানি
পেঁয়াজ আমদানি
হিলি প্রতিনিধি: করোনার কারণে দুই মাস বন্ধ থাকার পর আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে পেয়াজের দাম কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছে অনেকে।
প্রায় দুই মাস আগে করোনার কারণে দেশে ভারত থেকে পেয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এ কারণে পেঁয়াজ সংকট এবং বাজারে দাম বেড়েছিলো। অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানীর এলসি করা হয়। বৃহস্পতিবার সকালে ভারতের নাশিক থেকে ৪২টি বগিতে ১৬০০ মেট্রিকটন পেঁয়াজ নিয়ে ভারতীয় মালবাহী একটি ট্রেন হিলি রেলস্টেশন পৌঁছায়। আর
দ্রুত সময়ের মধ্যে এসব পেয়াজ ট্রেন থেকে খালাস করা হয়। পরে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আমদানিকৃত পেঁয়াজ পাঠানো হয়েছে।

যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/5083
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ