ভালোবাসা দিবসে সিনেবাজ অ্যাপে মুক্তি পাচ্ছে ‘আজ একটি বিশেষ দিন’


ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ভিন্ন ধারার চলচ্চিত্র ‘আজ একটি বিশেষ দিন’। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজ অ্যাপে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।
৭ ফেব্রুয়ারি সোমবার চলচ্চিত্রটির পরিচালক মাসুমা রহমান তানি ভয়েস টিভিকে বিষয়টি নিশ্চত করেছেন। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন খালিদ মাহবুব তূর্য ও সোহানা সাবা।
হৃদয়গ্রাহী গল্পে নির্মিত ‘আজ একটি বিশেষ দিন’ এতিমখানায় বেড়ে ওঠে গল্পের নায়য়ক রণ এক সময়ে জীবনে সফল হয়। পরিচয় জারার সঙ্গে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরই মধ্যে একদিন দেখা হয় তার ছোটবেলার প্রেমিকা তিথির। গল্পের মোড় ঘুরে যায়।
সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান মের্সাস নিপা ফিল্ম ইন্টারন্যাশনাল। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সেলিনা বেগম এবং কাহিনী ও সংলাপ লিখেছেন অভিনেতা খালিদ মাহবুব তূর্য।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, আইশা ইসলাম, হাসান শোভন, সাজু খান, মুহাম্মদ আশরাফুল, সাজ্জাদ, লিয়ানা ইসলাম, রাহিদুল হক, আনোয়ার শাহী, রকি খান, আদিতি জামান, মামুন বিশ্বাস, সুমি, নাসিব ফয়সাল, ঊর্মি, আরিফুজ্জামান পারভেজ, লিপু, মুহাম্মদ রায়হান এবং জাভেদ।
ভয়েস টিভি/এসএফ
৭ ফেব্রুয়ারি সোমবার চলচ্চিত্রটির পরিচালক মাসুমা রহমান তানি ভয়েস টিভিকে বিষয়টি নিশ্চত করেছেন। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন খালিদ মাহবুব তূর্য ও সোহানা সাবা।
হৃদয়গ্রাহী গল্পে নির্মিত ‘আজ একটি বিশেষ দিন’ এতিমখানায় বেড়ে ওঠে গল্পের নায়য়ক রণ এক সময়ে জীবনে সফল হয়। পরিচয় জারার সঙ্গে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরই মধ্যে একদিন দেখা হয় তার ছোটবেলার প্রেমিকা তিথির। গল্পের মোড় ঘুরে যায়।
সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান মের্সাস নিপা ফিল্ম ইন্টারন্যাশনাল। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সেলিনা বেগম এবং কাহিনী ও সংলাপ লিখেছেন অভিনেতা খালিদ মাহবুব তূর্য।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, আইশা ইসলাম, হাসান শোভন, সাজু খান, মুহাম্মদ আশরাফুল, সাজ্জাদ, লিয়ানা ইসলাম, রাহিদুল হক, আনোয়ার শাহী, রকি খান, আদিতি জামান, মামুন বিশ্বাস, সুমি, নাসিব ফয়সাল, ঊর্মি, আরিফুজ্জামান পারভেজ, লিপু, মুহাম্মদ রায়হান এবং জাভেদ।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ