Printed on Tue Sep 28 2021 8:41:50 PM

ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি
সারাদেশ
ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক
ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা পলায়নে সহায়তাকারী ৯ দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২৫ আগস্ট বুধবার দিবাগত রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সিভিল টিম, এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

২৬ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫নং ক্লাস্টারের মো. জুবায়ের (২২), ৬৪নং ক্লাস্টারের রেদোয়ান (২০), মোহাম্মদ সালাম ( ৩১), ৭৭নং ক্লাস্টারের আব্দুর রহমান (১৯), ৫১ নং ক্লাস্টারের সৈয়দ করিম (১৮), সাইফুল ইসলাম (২০), ২৬নং ক্লাস্টারের শফিউল্লাহ (২২), ৬নং ক্লাস্টারের নজিমুল্লাহ (৩৭) ও ৭৮নং ক্লাস্টারের মোহম্মদ সালেহ (৪০)।

আরও পড়ুন : ভাসানচর দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52351
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ