Printed on Sun Jan 29 2023 7:42:23 PM

গুলশানে দুবাই ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
ভিসা
ভিসা
রাজধানীর গুলশানে এনসিসি ভবনের সামনে দুবাই ভিসা সেন্টারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে।

১৩ জানুয়ারি বুধবার দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটও ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪ তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/31939
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ