‘আমরা ভীত নই’ বললেন ইউক্রেন প্রেসিডেন্ট


পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ভোরে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘রাশিয়ার নেওয়া পদক্ষেপে ইউক্রেনের মর্যাদা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। কিন্তু আমরা ভীত নই।’
সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। এগুলো হলো স্বঘোষিত ডোনেটকস্ক পিপলস রিপাবলিক এবং লুগানস্ক পিপলস রিপাবলিক। পশ্চিমারা সতর্ক করে বলেছে এই পদক্ষেপ বেআইনি এবং শান্তি আলোচনা ভঙ্গের কারণ হতে পারে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার বক্তব্য যাই হোক না কেন ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা একই আছে।’ তিনি বলেন, রুশ পদক্ষেপের কারণে শান্তির উদ্যোগ এবং আন্তর্জাতিক আলোচনার বর্তমান প্রক্রিয়া নস্যাৎ হবে।
জেলেনস্কি বলেন, ইউক্রেন শান্তি চায় আর রাজনৈতিক এ কূটনৈতিক সমাধানকে সমর্থন করে। তিনি বলেন, ‘আমরা ভীত নই।’ তিনি জানান তার দেশ আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপের অপেক্ষা করছে।
ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেন কাউকে কোনো কিছু ছেড়ে দেবে না।
সূত্র: বিবিসি
ভয়েসটিভি/এমএম
সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। এগুলো হলো স্বঘোষিত ডোনেটকস্ক পিপলস রিপাবলিক এবং লুগানস্ক পিপলস রিপাবলিক। পশ্চিমারা সতর্ক করে বলেছে এই পদক্ষেপ বেআইনি এবং শান্তি আলোচনা ভঙ্গের কারণ হতে পারে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার বক্তব্য যাই হোক না কেন ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা একই আছে।’ তিনি বলেন, রুশ পদক্ষেপের কারণে শান্তির উদ্যোগ এবং আন্তর্জাতিক আলোচনার বর্তমান প্রক্রিয়া নস্যাৎ হবে।
জেলেনস্কি বলেন, ইউক্রেন শান্তি চায় আর রাজনৈতিক এ কূটনৈতিক সমাধানকে সমর্থন করে। তিনি বলেন, ‘আমরা ভীত নই।’ তিনি জানান তার দেশ আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপের অপেক্ষা করছে।
ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেন কাউকে কোনো কিছু ছেড়ে দেবে না।
সূত্র: বিবিসি
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ