উখিয়ায় ভূয়া র্যাব সদস্য গ্রেফতার


উখিয়ার বালুখালী এলাকায় ভোর পৌনে ৫ টার দিকে র্যাব জ্যাকেট পরিহিত অবস্থায় সুমন মুন্সি নামের এক ভূয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ কক্সবাজার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ জানুয়ারি সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার সুমন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রাজপাট গ্রামের আকবর আলী মুন্সি’র ছেলে।
জানা যায়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নস্থ বালুখালী বাজারে বিভিন্ন দোকানে একজন ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রোববার ২৩ জানুয়ারি আনুমানিক পৌনে ৫ টার দিকে র্যাব -১৫ এর এক আভিযানিক দল ওই এলাকায় যায়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে সুমন মুন্সিকে (৩০) র্যাব জ্যাকেট পরিহিত অবস্থায় গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : মাধবপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার র্যাব, আহত ৩
পরে দেহ তল্লাশী করে তার কাছ থেকে একটি ভূয়া র্যাব আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং, তিনটি মোবাইলফোন এবং নগদ ৪ হাজার একশ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সুমন জানায় সে একজন চাকুরিচ্যুত সেনা সদস্য। দীর্ঘদিন যাবৎ র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা হতে চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী ভয়েস টেলিভিশনকে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
ভয়েসটিভি/এমএম
গ্রেফতার সুমন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রাজপাট গ্রামের আকবর আলী মুন্সি’র ছেলে।
জানা যায়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নস্থ বালুখালী বাজারে বিভিন্ন দোকানে একজন ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রোববার ২৩ জানুয়ারি আনুমানিক পৌনে ৫ টার দিকে র্যাব -১৫ এর এক আভিযানিক দল ওই এলাকায় যায়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে সুমন মুন্সিকে (৩০) র্যাব জ্যাকেট পরিহিত অবস্থায় গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : মাধবপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার র্যাব, আহত ৩
পরে দেহ তল্লাশী করে তার কাছ থেকে একটি ভূয়া র্যাব আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং, তিনটি মোবাইলফোন এবং নগদ ৪ হাজার একশ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সুমন জানায় সে একজন চাকুরিচ্যুত সেনা সদস্য। দীর্ঘদিন যাবৎ র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা হতে চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী ভয়েস টেলিভিশনকে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ