শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি ৬৩ জন


শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ। চলছে ভোট গণনা। ভোটগ্রহণ শেষে ২৮ জানুয়ারি শুক্রবার বিএফডিসিতে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তিনি জানিয়েছেন শিল্পীদের মধ্যে মোট ৪২৮ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৬৫ টি।
সে হিসেবে এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেয়নি ৬৩ জন সদস্য। এদিকে জানা গেছে প্রার্থী হয়েও মিশা-জায়েদ প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য প্রার্থী বাপ্পারাজ ও কাঞ্চন-নিপুন প্যানেলের সদস্য প্রার্থী আলোচিত নায়িকা পরীমনি ভোট দিতে আসেননি।
এবারের নির্বাচনে ২১টি পদের জন্য দুটি প্যানেল থেকে মোট ৪৪ জন প্রাথী প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্ব রয়েছে খল অভিনেতা মিশা শওদাগর ও চিত্র নায়ক জায়েদ খান। অন্য প্যানেলের নেতৃত্বে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ। এবারের নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। কমিশনের বাকি দুই সদস্য বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।
নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। এছাড়া আছেন দুজন সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
ভয়েসটিভি/আরকে