যেকোনো মূল্যে ভোট সুষ্ঠু হওয়া দরকার: কৃষিমন্ত্রী


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হেরে গেলে কোনো যায় আসে না। কোনো অবস্থাতেই সরকারের গ্রহণযোগ্যতাকে বিলীন হতে দেওয়া যাবে না। যেকোনো মূল্যেই ভোট সুষ্ঠু হওয়া দরকার। তাহলেই জনগণ জিতে যাবে।
১৬ জানুয়ারি রোববার যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন মন্ত্রী।
সেখানে যাই ফল আসুক আওয়ামী লীগ মেনে নেবে বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশ যেন মানবাধিকার রক্ষায় আরও সতর্ক হয় বা পরিস্থিতির উন্নতি হয়, এ কারণেই নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে মন্ত্রী আরও বলেন, মার্কিন প্রশাসন বিশ্বব্যাপী মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দিচ্ছে। র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গে (রাষ্ট্রদূত) বলেন, কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে। ভবিষ্যতে যাতে আর এমন না হয়। কোনো পানিশমেন্ট নয়, সংশোধনের জন্য এই নিষেধাজ্ঞা বলে দাবি করেন তিনি।
ভয়েসটিভি/আরকে