Printed on Wed Feb 01 2023 2:52:59 PM

মঞ্চে ফিরলেন নগর বাউল জেমস

অনলাইন ডেস্ক
বিনোদন
মঞ্চে
মঞ্চে
অবশেষ নীরবতা ভেঙে মঞ্চে ফিরছেন নগর বাউল জেমস। আগামী ১২ মার্চ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছে। এতেই অংশ নেবেন তিনি। এর আয়োজক ‘ক্লাসরুম এসএসসি ২০০১’। তবে এর আগে ৫ মার্চ একটি কর্পোরেট শো করবেন জেমস।

গেল বছরের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়েছিলেন নগর বাউল জেমস। এরপর ৮ মার্চ দেশে শুরু হয় করোনা সংক্রমণ। সেই থেকেই আর গানে দেখা যায়নি আন্তর্জাতিক এই রকস্টারকে। টানা ১ বছর পর আবারো চিরচেনা রূপে ফিরছেন তিনি। আসছে ১২ মার্চ ‘ক্লাসরুম এসএসসি ২০০১’ এর আয়োজনে এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে অংশ নেবেন তিনি।

এর আগে ৫ মার্চ একটি কর্পোরেট শো করবেন জেমস। কনসার্টের বিষয়গুলো নিশ্চিত করেছেন শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন ও ওপেন এয়ার কনসার্টের আয়োজক ক্লাসরুম এসএসসি ২০০১।

ক্লাসরুম এসএসসি ২০০১-এর আহ্বায়ক ফাহিমুজ্জামান ফাহিম জানিয়েছেন, ‘২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছিল। ২০২১ সালে এসে তাদের ২০ বছর পূর্তি হওয়ায় সবাই মিলে এটি উদযাপন করতে চান তারা। অনুষ্ঠানে জেমস এর উপস্থিতিতে অত্যন্ত আনন্দিত তারা।

মিরপুর ১৪ নম্বর পিএসসিতে হবে এ কনসার্ট। এতে ডিজে রাহাতসহ আরও বেশ কয়েকজন অংশ নেবে।

আয়োজকরা জানিয়েছেন, শুধু এসএসসি ২০০১-এর ব্যাচের শিক্ষার্থীরা এতে যোগ দিতে পারবেন। এদিকে, সম্প্রতি করোনা টিকা নিয়েছেন জেমস। গত ১০ ফেব্রুয়ারি সম্পুর্ন নিজ উদ্যোগে শাহবাগের বিএসএমএমইউ-তে হাজির হয়ে টিকা গ্রহণ করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/36183
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ