শীতলক্ষ্যায় শিশুসহ আরও দুইজনের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ১০


নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় শিশুসহ আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ সকালে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে। নিখোঁজ রয়েছে আরও দুইজন।
ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডাব্লিউটিএর যৌথ উদ্ধার অভিযানে দুর্ঘটনার কিছুক্ষণ পরই লঞ্চটির অবস্থান শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া দুইজনের মধ্যে একজনের নাম জাবেদ। আর শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত রোববার ২০ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। পথে আলামিন নগর ব্রিজের কাছে এমভি রূপসী- ৯ নামের একটি পণ্যবাহী জাহাজ-লঞ্চটিকে ধাক্কা দেয়।
এনিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।
ভয়েসটিভি/এমএম
ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডাব্লিউটিএর যৌথ উদ্ধার অভিযানে দুর্ঘটনার কিছুক্ষণ পরই লঞ্চটির অবস্থান শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া দুইজনের মধ্যে একজনের নাম জাবেদ। আর শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত রোববার ২০ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। পথে আলামিন নগর ব্রিজের কাছে এমভি রূপসী- ৯ নামের একটি পণ্যবাহী জাহাজ-লঞ্চটিকে ধাক্কা দেয়।
এনিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ