বৃহস্পতিবার আসছে হাদিসুরের মরদেহ


ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে হাদিসুরের মরদেহ বৃহস্পতিবার ঢাকায় আনা হবে। বুধবার রাতে সংশ্লিষ্ট এক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, হাদিসুরের মরদেহ দেশে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ প্রথমে মলদোভা নিয়ে যাওয়া হবে। এরপর রোমানিয়া ও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট হয়ে বাংলাদেশে আনা হবে। বাংলাদেশ সময় রাত দশটার পর পৌঁছাতে পারে।
তবে, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন রাতে টেলিফোনে বলেন, হয়ত বৃহস্পতিবারই পৌঁছানো সম্ভব নাও হতে পারে। তবে যতো তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। সংশ্লিষ্ট মিশনগুলো পেপার্সের ফর্মালিটিজ শেষ করতে কালকের দিনও লেগে যেতে পারে।
ভয়েসটিভি/এমএম
সূত্র মতে, হাদিসুরের মরদেহ দেশে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ প্রথমে মলদোভা নিয়ে যাওয়া হবে। এরপর রোমানিয়া ও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট হয়ে বাংলাদেশে আনা হবে। বাংলাদেশ সময় রাত দশটার পর পৌঁছাতে পারে।
তবে, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন রাতে টেলিফোনে বলেন, হয়ত বৃহস্পতিবারই পৌঁছানো সম্ভব নাও হতে পারে। তবে যতো তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। সংশ্লিষ্ট মিশনগুলো পেপার্সের ফর্মালিটিজ শেষ করতে কালকের দিনও লেগে যেতে পারে।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ