Printed on Sun Oct 24 2021 1:01:28 PM

ধারাভাষ্যকে বিদায় বললেন মাইকেল হোল্ডিং

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
মাইকেল
মাইকেল
দীর্ঘ ৩১ বছর পর ধারাভাষ্য থেকে বিদায় নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। চলতি মৌসুম শেষে আর ধারাভাষ্য কক্ষে মাইক হাতে দেখা যাবে না তাকে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে এ খবর।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে স্কাই স্পোর্টসের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তিবদ্ধ রয়েছে হোল্ডিং। তবে গত বছরই তিনি স্কাইকে ইঙ্গিত দিয়েছিলেন, আর বেশি দিন ধারাভাষ্য চালিয়ে নিতে পারবেন না। যে কারণে নতুন চুক্তিও করেননি।

১৯৮৭ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পরের বছরই ধারাভাষ্য শুরু করেন হোল্ডিং। তবে টিভি ধারাভাষ্যে তার শুরুটা হয় ১৯৯০ সালে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে। এরপর থেকে সফলতার সঙ্গে ধারাভাষ্য কক্ষে বসে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের ব্যাখ্যা দিয়ে চলেছেন তিনি।

কিংবদন্তি এ পেসার গত বছরই ধারাভাষ্য থেকে অবসরের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ‘আমি নিশ্চিত নই ২০২০ সালের পর কতদিন ধারাভাষ্য চালিয়ে যাবো। এই বয়সে খুব বেশি দূর এগোতে পারব বলে আমার মনে হয় না।’

অবশেষে ৬৭ বছর বয়সেই ইতি টানতে চলেছেন তিনি। এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে ধারাভাষ্য থেকে হোল্ডিং অবসরের খবর। এছাড়া বিবিসি রেডিও ৪’র চলতি সপ্তাহের আয়োজনেও বলা হয়েছে, হোল্ডিংয়ের অবসরের কথা।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53834
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ