মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইসমাইল হোসেন বাবু (৩০) নামের এক যুবকের।
নিহত যুবক জয়মনিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের মোহাম্মদ হাতেম আলীর দ্বিতীয় ছেলে।
স্থানীয়রা জানান, ৫ ডিসেম্বর রোববার সকালের দিকে তারা দুই ভাই মিলে পুকুরে মাছ ধরতে নামে। একপর্যায়ে বড় ভাই পুকুর থেকে উঠতে গিয়ে পা পিছলে পানি উত্তোলনের জন্য সেচ পাম্পের উপর পড়ে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে দ্রুত পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এখানে ঝামেলার কিছু নেই, এ বিষয় অপমৃত্যু মামলা হবে।
আরও পড়ুন: দাদার শেষকৃত্যের পরেই নাতির মৃত্যু
ভয়েস টিভি/এসএফ
নিহত যুবক জয়মনিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের মোহাম্মদ হাতেম আলীর দ্বিতীয় ছেলে।
স্থানীয়রা জানান, ৫ ডিসেম্বর রোববার সকালের দিকে তারা দুই ভাই মিলে পুকুরে মাছ ধরতে নামে। একপর্যায়ে বড় ভাই পুকুর থেকে উঠতে গিয়ে পা পিছলে পানি উত্তোলনের জন্য সেচ পাম্পের উপর পড়ে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে দ্রুত পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এখানে ঝামেলার কিছু নেই, এ বিষয় অপমৃত্যু মামলা হবে।
আরও পড়ুন: দাদার শেষকৃত্যের পরেই নাতির মৃত্যু
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ