১৯ কোটি বছরের পুরনো মার্বেল স্ল্যাবে লেখা আছে ‘বিসমিল্লাহ’


তুর্কির ভূমধ্যসাগরীয় প্রদেশ আন্টালিয়ার একটি মার্বেল খনি থেকে উদ্ধার করা হয়েছে এখন থেকে প্রায় ১৯ কোটি (১৯৫ মিলিয়ন) বছর আগের একটি মার্বেল স্ল্যাব। এই স্ল্যাবটির ওপর লেখা আছে ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে)। যা অবাক করেছে বিশেষজ্ঞদের।
আন্টালিয়া কোরকুটেলি জেলার তাসকেসিগি গ্রামে আন্টালিয়া মার্বেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড কোম্পানির মার্বেল খনি এলাকায় এই বিসমিল্লাহ লেখা স্ল্যাবটি আবিষ্কার করা হয়। টিআরটি ওয়ার্ল্ড
প্রতিবেদন অনুযায়ী, খনি খননের সময় শ্রমিকরা বিশেষ ওই স্ল্যাবটি দেখতে পায়। স্ল্যাবটি শ্রমিকদের মনোযোগ আকর্ষণ করায় সেটি থেকে ধুলো-ময়লা ঝেড়ে শ্রমিকরা দেখতে পান তাতে আরবিতে ‘বিসমিল্লাহ’ শব্দটি লেখা রয়েছে।
এরপর স্ল্যাবটি বিশ্লেষণের জন্য তুরস্কের দক্ষিণ-পশ্চিম ইসপার্টা প্রদেশের সুলেমান ডেমিরেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে বিজ্ঞানী ফুজুলি ইয়াগমুরলু, রাসিত আলটিন্দাগ এবং নাজমি সেনগুন স্ল্যাবটি বিশ্লেষণ করে আকর্ষণীয় এক আবিষ্কার করেছেন।
পরীক্ষা-নিরীক্ষার পর বিজ্ঞানীরা জানতে পারেন, স্ল্যাবটি ১৯.৫ কোটি বছরের পুরনো এবং বিসমিল্লাহ লেখাটি প্রাকৃতিকভাবেই ফুটে উঠেছে তার ওপর।
২০ কোটি বছর আগে জুরাসিক ডাইনোসরের সময়কার সামুদ্রিক প্রাণীদের জীবাশ্ম মিলেছে ওই মার্বেলের চুনাপাথরে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বিসমিল্লাহ’ সম্বলিত প্লেটটি সম্পূর্ণ ‘প্রাকৃতিক’ উপায়ে গঠিত। সময়ের সঙ্গে সঙ্গে নানান পর্যায়ে স্ল্যাবটির ওপর বিসমিল্লাহ লেখাটি ফুটে উঠেছে।
ভয়েসটিভি/এমএম
আন্টালিয়া কোরকুটেলি জেলার তাসকেসিগি গ্রামে আন্টালিয়া মার্বেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড কোম্পানির মার্বেল খনি এলাকায় এই বিসমিল্লাহ লেখা স্ল্যাবটি আবিষ্কার করা হয়। টিআরটি ওয়ার্ল্ড
প্রতিবেদন অনুযায়ী, খনি খননের সময় শ্রমিকরা বিশেষ ওই স্ল্যাবটি দেখতে পায়। স্ল্যাবটি শ্রমিকদের মনোযোগ আকর্ষণ করায় সেটি থেকে ধুলো-ময়লা ঝেড়ে শ্রমিকরা দেখতে পান তাতে আরবিতে ‘বিসমিল্লাহ’ শব্দটি লেখা রয়েছে।
এরপর স্ল্যাবটি বিশ্লেষণের জন্য তুরস্কের দক্ষিণ-পশ্চিম ইসপার্টা প্রদেশের সুলেমান ডেমিরেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে বিজ্ঞানী ফুজুলি ইয়াগমুরলু, রাসিত আলটিন্দাগ এবং নাজমি সেনগুন স্ল্যাবটি বিশ্লেষণ করে আকর্ষণীয় এক আবিষ্কার করেছেন।
পরীক্ষা-নিরীক্ষার পর বিজ্ঞানীরা জানতে পারেন, স্ল্যাবটি ১৯.৫ কোটি বছরের পুরনো এবং বিসমিল্লাহ লেখাটি প্রাকৃতিকভাবেই ফুটে উঠেছে তার ওপর।
২০ কোটি বছর আগে জুরাসিক ডাইনোসরের সময়কার সামুদ্রিক প্রাণীদের জীবাশ্ম মিলেছে ওই মার্বেলের চুনাপাথরে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বিসমিল্লাহ’ সম্বলিত প্লেটটি সম্পূর্ণ ‘প্রাকৃতিক’ উপায়ে গঠিত। সময়ের সঙ্গে সঙ্গে নানান পর্যায়ে স্ল্যাবটির ওপর বিসমিল্লাহ লেখাটি ফুটে উঠেছে।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ