Printed on Fri Oct 15 2021 8:11:58 PM

টি-২০ বিশ্বকাপে শ্রীলংকার পরামর্শক মাহেলা জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
মাহেলা
মাহেলা
মাহেলা জয়াবর্ধনকে বিশ্বকাপ দলে কাজে লাগাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে লঙ্কানদের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন জয়াবর্ধনে।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্বে তিনটি ম্যাচ খেলবে লঙ্কানরা। সেই তিন ম্যাচে দলের সঙ্গে থাকবেন মাহেলা।

শুধু জাতীয় দলই নয়, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে লঙ্কান যুবাদের পরামর্শক ও মেন্টর হিসেবে কাজ করবেন দেশটির সাবেক অধিনায়ক।

২০১৭ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ হিসেবে কাজ করছেন জয়াবর্ধনে। মুম্বাইয়ের হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি।

আগামী ১৫ অক্টোবর চলতি আইপিএল শেষ হওয়ার পর আইপিএলের জৈব সুরক্ষা বলয় থেকে শ্রীলঙ্কার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন তিনি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১৭ অক্টোবর হলেও, ১৮ অক্টোবর শ্রীলঙ্কার প্রথম ম্যাচে, নামিবিয়ার বিপক্ষে।

প্রথম পর্বের 'এ' গ্রুপে শ্রীলঙ্কার অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। এ তিন ম্যাচেই দলের সঙ্গে থাকবেন জয়াবর্ধনে।

 
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54284
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ