Printed on Sat May 28 2022 8:18:37 PM

২৫ মার্চ মুক্তি পাচ্ছে ইমন-রেহনুমার 'লকডাউন লাভ স্টোরি’

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
মুক্তি পাচ্ছে
মুক্তি পাচ্ছে

আগামী ২৫ মার্চ দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে ইমন-রেহনুমা জুটি অভিনীত সিনেমা 'লকডাউন লাভ স্টোরি'। করোনা মহামারির সময় মানুষের জীবন ও লকডাউনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।


শাহ আলম মণ্ডল পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করেছেন সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা।সিনেমাটি একটি ওটিটি প্লাটফর্ম ও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।


শাপলা মিডিয়ার ব্যানারে ও শুভ ফিল্মস ইন্টারন্যাশনাল নিবেদিত ছবিটির মিডিয়া পার্টনার ভয়েস টেলিভিশন ও সিনেবাজ অ্যাপ।

পরিচালক শাহ আলম মন্ডল বলেন, 'সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনাভাইরাসের জন্য আমাদের জীবনে লকডাউনের যে প্রভাব, তার চিত্র ফুটে উঠেছে সিনেমায়। এই ঘরবন্দী সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিলো সে গল্পও উঠে এসেছে। সিনেমাটি প্রিমিয়ার শো শেষে সবার প্রশংসা পেয়েছে। এর গল্প দর্শকের মন ভরাবে বলে আশা করছি।'

চিত্রনায়ক ইমন বলেন, 'একটি ভিন্নধর্মী ভাবনা ও অভিজ্ঞতার গল্প বলবে লকডাউন লাভ স্টোরি। এই সিনেমাটার শুটিং লকডাউনের মধ্যে হয়েছে। অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক। আমার বিশ্বাস এই সিনেমার গল্প, চিত্রনাট্য দর্শকের ভালো লাগবে।'


ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/70453
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ