মুজিববর্ষে বিশেষ মর্যাদা পাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা


মুজিববর্ষে বিশেষ মর্যাদা পাচ্ছেন নীলফামারীর এক হাজার ৮০০ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এজন্য তাদের দেয়া হচ্ছে পরিচয় পত্র। এর ফলে স্বাস্থ্য সেবা, আইনি এবং সরকারি অন্যান্য বিভাগের সেবা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন তারা।
দেশে প্রথম বারের মতো জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর উদ্যোগে নীলফামারী জেলায় এটি করা হচ্ছে।
৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ এই কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম।
এতে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জিন্নাত আরা, শিল্প মন্ত্রণালয়ের আনোয়ারুল আলম, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব আলী আকবর, নীলফামারীর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, জেলায় বিভিন্ন দফতরের ১৮০০ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী রয়েছেন। সরকারি প্রত্যেক দফতরে এখন থেকে পরিচয় পত্রধারীরা বিশেষ এ অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে এটি নিশ্চিত করা হয়েছে।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় গণশুনাণী কেন্দ্র উদ্বোধন করেন প্রধান অতিথি।
ভয়েস টিভি/এমএইচ
দেশে প্রথম বারের মতো জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর উদ্যোগে নীলফামারী জেলায় এটি করা হচ্ছে।
৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ এই কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম।
এতে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জিন্নাত আরা, শিল্প মন্ত্রণালয়ের আনোয়ারুল আলম, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব আলী আকবর, নীলফামারীর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, জেলায় বিভিন্ন দফতরের ১৮০০ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী রয়েছেন। সরকারি প্রত্যেক দফতরে এখন থেকে পরিচয় পত্রধারীরা বিশেষ এ অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে এটি নিশ্চিত করা হয়েছে।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় গণশুনাণী কেন্দ্র উদ্বোধন করেন প্রধান অতিথি।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ