উত্তাল মেঘনায় ট্রলারডুবি


ঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা ভোলায় দিনভর ঝড়ো বাতাস বয়ে গেছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১৪ কিলোমিটার। নদী ছিল উত্তাল। এদকে ঝড়ের প্রভাবে মেঘনার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরফ্যাশনের কুকরীমুকরী, ঢালচর ও চর পাতিলাসহ বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে নদী উত্তাল থাকায় বিকেলে পর থেকে ভোলায় সব ধরনের নৌযান বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেঘনায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি জানান, তলা ফেটে ট্রলারটি ডুবে যায়, তবে এ দুর্ঘটনা কোন হতাহত নেই। ট্রলারের কিছু জাল নষ্ট হয়েছে। এছাড়া ঝড়ের সময়ে ইলিশা ফেরিঘাট এলাকায় ৩/৪ টি দোকান ভেঙে গেছে বলেও জানান তিনি।
বৈরি আবহাওয়ার কারণে তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলার ও নৌকা। অপরদিকে মনপুরার উত্তর সাকুচিয়া পয়েন্ট দিয়ে একটি পুরাতন বাঁধ ধ্বসে গেছে। তবে বিকল্প বাঁধ থাকায় এতে লোকালয়ে পানি প্রবেশ করেনি।
ঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলা-বরিশাল, ভোলা-লক্ষীপুর ও ভোলা-রুটের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিটিএ। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে উপকূলের মানুষকে নিরাপদে আনার কাজ শুরু হবে। বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানতে পেরেছি।
ভয়েস টিভি/এসএফ
এদিকে নদী উত্তাল থাকায় বিকেলে পর থেকে ভোলায় সব ধরনের নৌযান বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেঘনায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি জানান, তলা ফেটে ট্রলারটি ডুবে যায়, তবে এ দুর্ঘটনা কোন হতাহত নেই। ট্রলারের কিছু জাল নষ্ট হয়েছে। এছাড়া ঝড়ের সময়ে ইলিশা ফেরিঘাট এলাকায় ৩/৪ টি দোকান ভেঙে গেছে বলেও জানান তিনি।
বৈরি আবহাওয়ার কারণে তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলার ও নৌকা। অপরদিকে মনপুরার উত্তর সাকুচিয়া পয়েন্ট দিয়ে একটি পুরাতন বাঁধ ধ্বসে গেছে। তবে বিকল্প বাঁধ থাকায় এতে লোকালয়ে পানি প্রবেশ করেনি।
ঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলা-বরিশাল, ভোলা-লক্ষীপুর ও ভোলা-রুটের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিটিএ। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে উপকূলের মানুষকে নিরাপদে আনার কাজ শুরু হবে। বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানতে পেরেছি।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ