Printed on Wed Jul 06 2022 7:09:04 PM

কুমিল্লা নয় মেঘনা নামে নতুন বিভাগ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
মেঘনা নামে বিভাগ
মেঘনা নামে বিভাগ
কুমিল্লা মেঘনা নদীর নামে নতুন বিভাগ হবে ‘মেঘনা’ বিভাগ। নতুন এই বিভাগটিতে অন্তর্ভুক্ত হবে কুমিল্লা, নেয়াখালী, ফেনী,  ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এই এলাকা নিয়ে নতুন বিভাগ গঠনের দীর্ঘদিনের দাবী পূরণ হতে যাচ্ছে কাঙ্ক্ষিত মানুষের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, ‘কুমিল্লা অঞ্চলের প্রস্তাবিত বিভাগের নাম হবে ‘মেঘনা’। দেশের বৃহত্তর নদী মেঘনার নামানুসারেই এই নাম করণ করা হবে।’

কুমিল্লা জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা নামে বিভাগের নামকরণের প্রস্তাব করেন।

সংসদ সদস্যের এমন প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লা নামে বিভাগ করা হলে অন্য জেলাগুলো থাকতে চাইবে না। সবাই তো নিজ নিজ জেলার নামে বিভাগ চাইবে। চাঁদপুর নাম তো আরো ভালো। তাই আমরা এই বিভাগের নামকরণ করবো মেঘনা বিভাগ নামে।

কুমিল্লাকে বিভাগ করার দাবীতে এলাকাবাসী আন্দোলনও করেছিল দীর্ঘদিন।

প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় সকল জল্পনা কল্পনার অবসান হলো কাঙ্ক্ষিত এলাকাবাসীর। দেশে আরও একটি নতুন বিভাগ হবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেলো। মেঘনা বিভাগটি পাওয়ার জন্য এ অঞ্চলের মানুষ এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।

ভয়েস টিভি/এমএম

 
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/56418
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ