মেটাল কারখানায় অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের পাশে সরকার


গাজীপুরের টঙ্গী এবং রাজধানীর শ্যামপুর বাগিচা এলাকার দু’টি মেটাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিন শ্রমিককে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার আহত এ তিন শ্রমিকের স্বজনদের হাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পক্ষে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউটে চিকিৎসাধীন শ্রমিকদের দেখতে যান। সেখানে তাদের স্বজন এবং দায়িত্বরত চিকিৎকদের কাছে শ্রমিকদের চিকিৎসার খোঁজ নেন।
এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের গাজীপুরের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলী এবং ঢাকার উপ-মহাপরিদর্শক একেএম সালাহ উদ্দিন শান্ত উপস্থিত ছিলেন।
গত ১১ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে ৫ জন শ্রমিক মারাত্মক দগ্ধ হন। তাদের মধ্যে চার শ্রমিক মারা গেছেন।
অন্যদিকে গত সোমবার রাজধানীর শ্যামপুরের বাগিচা এলাকায় মজিবর মেটাল কারখানার অগ্নিকাণ্ডে শুভ নামে একজন শ্রমিক দগ্ধ হন। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভয়েস টিভি/এসএফ
এর আগে বুধবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পক্ষে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউটে চিকিৎসাধীন শ্রমিকদের দেখতে যান। সেখানে তাদের স্বজন এবং দায়িত্বরত চিকিৎকদের কাছে শ্রমিকদের চিকিৎসার খোঁজ নেন।
এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের গাজীপুরের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলী এবং ঢাকার উপ-মহাপরিদর্শক একেএম সালাহ উদ্দিন শান্ত উপস্থিত ছিলেন।
গত ১১ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে ৫ জন শ্রমিক মারাত্মক দগ্ধ হন। তাদের মধ্যে চার শ্রমিক মারা গেছেন।
অন্যদিকে গত সোমবার রাজধানীর শ্যামপুরের বাগিচা এলাকায় মজিবর মেটাল কারখানার অগ্নিকাণ্ডে শুভ নামে একজন শ্রমিক দগ্ধ হন। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ