Printed on Thu Dec 09 2021 12:26:57 AM

বন্যার্তদের জন্য ১৯ হাজার মেট্রিক টন চাল ও ৯ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
মেট্রিক টন চাল
মেট্রিক টন চাল
দেশের ৩৩ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত ১৯ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ১৯ আগস্ট বুধবার পর্যন্ত ১২ হাজার ৯৪৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০ আগস্ট বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে এসব জানানো হয়েছে।

সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, বন্যার্তদের জন্য ১৯ অগাস্ট পর্যন্ত চার কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, এরমধ্যে বিতরণ করা হয়েছে দুই কোটি ৯৫ লাখ টাকা। শিশু খাদ্য কিনতে এক কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও বিতরণ করা হয়েছে এক কোটি ছয় লাখ টাকা। আর গো-খাদ্য কিনতে বরাদ্দ দেয়া তিন কোটি ৩০ লাখ টাকার মধ্যে দুই কোটি ২৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

এছাড়া এক লাখ ৬৮ হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেয়া হলেও এ পর্যন্ত বিতরণ করা হয়েছে এক লাখ ৪২ হাজার ৮৪২ প্যাকেট।

বরাদ্দ দেয়া ৪০০ বান্ডিল ঢেউটিনের মধ্যে এ পর্যন্ত ১০০ বান্ডিল বিতরণ করা হয়েছে। ঘর মেরামতের জন্য ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা।

ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলা এবার বন্যাকবলিত হয়।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10750
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ