মেলায় আমির সোহেলের পাঁচ গ্রন্থ


অমর একুশে গ্রন্থমেলায় গল্পকার ও সাংবাদিক আমির সোহেলের পাঁচটি বই পাওয়া যাচ্ছে। গ্রন্থগুলো হলো— ‘চার পাখি ষোল আঁখি’, ‘বান্ধবী বন্ধু তোমার’, ‘অবগাহন’ ও সমর্পণ এবং শিশুতোষ গল্পের বই ‘ফেসবুকে ভূত বন্ধু’।
গল্পকার বিভিন্ন জাতীয় দৈনিকে এক যুগ ধরে ছড়া, কবিতা, গল্প ও ফিচার লিখছেন। বর্তমানে একটি জাতীয় অনলাইন নিউজ পোর্টালে সিনিয়র সাব এডিটর হিসেবে কর্মরত।
বইগুলোতে মুক্তিযুদ্ধ, প্রেম, ভালোবাসা, পারিবারিক জীবনের উপাখ্যান ও রম্য গল্প দিয়ে মলাটবদ্ধ করা হয়েছে।
লেখালেখি নিয়ে আমির সোহেল বলেন, আমাদের বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। এখন ‘বিশ্বাস’ একটা শব্দ ছাড়া আর কিছুই না। নিজেদের ওপর আস্থা শূন্যের তলানিতে পৌঁছে গেছে। তাই নেচেই চলছি অন্যের আঙ্গুলি হেলনিতে। এখন আর হৃদয়ের মেঘ সরে মায়া ঝরে না। আবেগ ভোঁতা হয়ে গেছে। চোখ এখন টলোমলো হয় না ব্যথায়। মানবিকতা এখন হঠাৎ পাওয়া কোনো সংবাদপত্রের খবর মাত্র। ভালোবাসা হয়ে গেছে লোক দেখানো। আমরা রুঢ় হচ্ছি প্রতি মুহূর্তে। ধৈর্য চলে যাচ্ছে জাদুঘরে। প্রতিনিয়ত ঘটে যাওয়া এমনি জীবনঘন বিষয় আমার গল্পগুলোতে তুলে ধরেছি। পাঠকের ভালো লাগবে এই প্রত্যাশা।
বইগুলো পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী অংশে পরিলেখ প্রকাশনীর ২৯ নম্বর স্টলে। এছাড়া ঘরে বসে পেতে রকমারিডটকম অথবা স্বাপ্নিক প্রকাশনের ০১৯১৪০৪৯৯২৯ নম্বরে যোগাযোগ করুন।
গল্পকার বিভিন্ন জাতীয় দৈনিকে এক যুগ ধরে ছড়া, কবিতা, গল্প ও ফিচার লিখছেন। বর্তমানে একটি জাতীয় অনলাইন নিউজ পোর্টালে সিনিয়র সাব এডিটর হিসেবে কর্মরত।
বইগুলোতে মুক্তিযুদ্ধ, প্রেম, ভালোবাসা, পারিবারিক জীবনের উপাখ্যান ও রম্য গল্প দিয়ে মলাটবদ্ধ করা হয়েছে।
লেখালেখি নিয়ে আমির সোহেল বলেন, আমাদের বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। এখন ‘বিশ্বাস’ একটা শব্দ ছাড়া আর কিছুই না। নিজেদের ওপর আস্থা শূন্যের তলানিতে পৌঁছে গেছে। তাই নেচেই চলছি অন্যের আঙ্গুলি হেলনিতে। এখন আর হৃদয়ের মেঘ সরে মায়া ঝরে না। আবেগ ভোঁতা হয়ে গেছে। চোখ এখন টলোমলো হয় না ব্যথায়। মানবিকতা এখন হঠাৎ পাওয়া কোনো সংবাদপত্রের খবর মাত্র। ভালোবাসা হয়ে গেছে লোক দেখানো। আমরা রুঢ় হচ্ছি প্রতি মুহূর্তে। ধৈর্য চলে যাচ্ছে জাদুঘরে। প্রতিনিয়ত ঘটে যাওয়া এমনি জীবনঘন বিষয় আমার গল্পগুলোতে তুলে ধরেছি। পাঠকের ভালো লাগবে এই প্রত্যাশা।
বইগুলো পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী অংশে পরিলেখ প্রকাশনীর ২৯ নম্বর স্টলে। এছাড়া ঘরে বসে পেতে রকমারিডটকম অথবা স্বাপ্নিক প্রকাশনের ০১৯১৪০৪৯৯২৯ নম্বরে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ