Printed on Sun Oct 24 2021 6:07:22 AM

মোটরসাইকেল আরোহীকে প্রথমে ধাক্কা পরে চাপা দিল বাস

নোয়াখালী প্রতিনিধি
সারাদেশ
প্রথমে
প্রথমে
ফাইল ছবি
নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-নোয়াখালী সড়কে যাত্রীবাহী বাসচাপায় অমিত হাসান (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় শাওন ও মিলন নামের আরও দুই আরোহী আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে চাটখিল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমিত হাসান চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ড মির্জাপুর এলাকার নাছির উদ্দিনের ছেলে। আহতরা দুইজন একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রাতে অমিত, শাওন ও মিলন মোটরসাইকেল যোগে চাটখিল থানার সামনে দিয়ে যাচ্ছিল। এসময় রামগঞ্জ থেকে মাইজদীর উদ্দেশে ছেড়ে আসা ‘জননী সার্ভিস’ এর একটি যাত্রীবাহী বাস থানার সামনের সড়কে পৌঁছলে তাদের মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়।

এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন তিন আরোহী। এরপর বাস চাপায় ঘটনাস্থলে অমিত নিহত ও অপর দু’জন আহত হয়। মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও সেটি শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55590
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ