Printed on Sat Dec 04 2021 8:11:33 AM

ময়মনসিংহের সড়কে ঝড়লো আরও দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
ময়মনসিংহের
ময়মনসিংহের
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার তসরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই প্রাণ ঝড়েছে। দুই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

২২ আগস্ট শনিবার সকালে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইদুল (৪২) ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম (২২)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, রৌমারি থেকে গরুবাহী একটি ট্রাক সকাল ৬টার দিকে তসরা এলাকায় এসে পেছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই গরুবাহী ট্রাকের একজন নিহত হন। এ সময় আহত হন ওই ট্রাকেরই আরো একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই শিশুসহ
অন্যদিকে, ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ নিয়ে ময়মনসিংহের সড়কে একদিনে ঝড়লো ৮ প্রাণ।

ভয়েস টিভি/টিআর
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/11542
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ