Printed on Sun Oct 24 2021 6:03:03 AM

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
১২ জনের মৃত্যু
১২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে ও ৭ জন উপসর্গ নিয়ে মারা যান। ২৮ জুলাই বুধবার দুপুরে ভয়েস টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুর রব (৭২), খোদেজা (৬০), আমজাদ হোসাইন (৪২), তারাকান্দার খাদিজা খাতুন (৪৩) ও নেত্রকোনা সদরের নুরুল হক (৮০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের নিলিমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), মিহিরকান্তী সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৬১), হালুয়াঘাটের আলতাফ (৬৫) ও জামালপুর মেলান্দহের আক্কাস আলী (৭৪)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে করোনা ইউনিটে ৪৪৫ জন চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২১ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৬৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, গত ২৪ ঘন্টায় ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৪২৬ জন এবং ৩৬ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রেকর্ড সংখ্যক ২৪০ জন আক্রান্ত হয়েছে শুধুমাত্র সদর ও সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়া একদিনে মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলায় ৩৫ জন করে আক্রান্ত হয়েছে। অন্য রোগীগুলো জেলার বিভিন্ন উপজেলার। পরীক্ষা বিবেচনায় জেলায় আক্রান্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/49600
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ