Printed on Tue Sep 28 2021 8:44:55 PM

ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
জাতীয়
৩০
৩০
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন ৬ আগস্ট শুক্রবার সকাল ১০টায় ভয়েস টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে ১৬ জন করোনা শনাক্ত ও ১৪ জনের উপসর্গ ছিল। তাদের মধ্যে ৮ জন নারী ও ২২ জন পুরুষ। করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের ৫ জন, নেত্রকোনার ৬ জন, টাঙ্গাইলের ২জন, জামালপুরের ২ জন ও গাজীপুরের একজন রয়েছেন।

এছাড়া উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহের ৭ জন, জামালপুরের ২ জন, নেত্রকোনার ৩ জন, সুনামগঞ্জের ১ জন ও শেরপুরের ১ জন রয়েছেন।

মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ইউনিটে ৫২৫ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ৩৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২৩ জন।

একদিনে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ রোগী। এ সময়ের মধ্যে ৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে ৪৩৬ জন সেবা নিয়েছেন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৩০ জন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, নতুন করে ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50340
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ