যাত্রীবাহী পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২০


সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরার শুভাশুনি মোড়ে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
১৭ এপ্রিল শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আসমত সরদারের ছেলে শফিকুল সরদার (৫৫) এবং কালিগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বক্কারের ছেলে মুন্না (২৫)।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ২৪ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্য যাচ্ছিল একটি পিকআপ। অন্যদিকে সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে তালার শুভাশুনি মোড়ে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়া বাকি সকলেই কমবেশি আহত হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।
ভয়েস টিভি/এসএফ
১৭ এপ্রিল শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আসমত সরদারের ছেলে শফিকুল সরদার (৫৫) এবং কালিগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বক্কারের ছেলে মুন্না (২৫)।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ২৪ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্য যাচ্ছিল একটি পিকআপ। অন্যদিকে সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে তালার শুভাশুনি মোড়ে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়া বাকি সকলেই কমবেশি আহত হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ