Printed on Sat Oct 16 2021 1:48:34 AM

যে ছবির শুটিংয়ের ফাঁকে জমেছিল যশ-নুসরতের প্রেম

বিনোদন ডেস্ক
বিনোদন
যশ
যশ
জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে যশ-নুসরাতের ছবি ‘এসওএস কলকাতা’। যা দেখা যাবে ১৯০টি দেশ থেকে। গতবছর পূজার সময়ই এই ছবি মুক্তি পেয়েছিল সিনেমা হলে। এবার জি ফাইভে যশ-নুসরাতের অনুরাগীরা দেখতে পাবেন এই ছবি।

নুসরাত-যশের ব্যক্তি জীবনেও এই ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই ছবির শুটিং ফ্লোরেই নাকি কাজের ফাঁকে জমাট বাঁধে যশ-নুসরতের বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকে প্রেমের জন্ম। ছবিটি বক্স অফিসে খুব একটা সফল না হলেও, নুসরাত-যশের প্রেমের গুঞ্জন ছিল সুপারহিট। এরপর থেকেই নিন্দুকদের চর্চায় রোজই চলে আসতেন যশরত!

‘এসওএস কলকাতা’ থেকেই প্রযোজনায় পা রাখেন অভিনেত্রী এনা সাহা। এই ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন। যশ, নুসরাত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী।ছেলে ঈশানের জজেন্মর পরেই ধীরে ধীরে কাজ শুরু করেছেন নুসরাত। যশকে সঙ্গে নিয়ে ফটোশুটও সেরেছেন। নুসরাত জাহানের সন্তানের বাবা কে? অভিনেত্রী-সাংসদ অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে এই জল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা নানা সময়ে, নানাভাবে নুসরাতকে এই প্রশ্নেই জর্জরিত করছিল। কয়েকদিন আগে নুসরাত জানিয়ে ছিলেন তার ছেলে ঈশানের বাবা কে? তবে স্পষ্ট নয়। বরং ইঙ্গিতেই সন্তানের বাবার কথা বলেছিলেন নুসরাত! তবে আর সন্তানের পিতৃপরিচয় গোপন রাখতে পারলেন না অভিনেত্রী।

কলকাতা পৌরসভার বার্থ সার্টিফিকেটের পোর্টালে পুত্র ঈশানের বাবার নামের জায়গায় অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন তিনি। অনলাইনে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে পৌরসভা নিশ্চিত করেছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54272
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ