যৌ ন ক -র্মী আলিয়াকে দেখে মুগ্ধ দর্শক (ভিডিও)


মুম্বাইয়ের অন্ধকার গলির কুখ্যাত যৌনকর্মী গাঙ্গুবাই একসময় ত্রাস সৃষ্টি করেছিল। মুম্বাইয়ের অলি-গলিতে কান পাতলেই শোনা যায় গাঙ্গুবাইকে নিয়ে নানা উপ-কথা।
এবার সেই গাঙ্গুবাইয়ের গল্প নিয়ে পর্দায় আসছে রাজিখ্যাত নায়িকা আলিয়া ভাট। নিজেকে জাত অভিনেতা হিসেবে আবারও প্রমাণ করলেন আলিয়া ভাট।
আলিয়ার এই নতুন পরিচয় সবাইকে শিহরিত করেছে।
বহুল আলোচিত গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তির পর থেকে আলিয়ার জয়জয়কার সর্বত্র।
অনেকের মতে, এ বছরের সেরা ছবিগুলোর একটি হতে চলেছে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি। আর আলিয়ার ক্যারিয়ারের সেরা কাজ হতে চলেছে বলে অনেকের দাবি।
গাঙ্গুবাইয়ের শরীরী ভাষা, আদবকায়দা, কথাবলার ভঙ্গি সবকিছু দারুণভাবে রপ্ত করেছেন এই বলিউড নায়িকা। নিজেকে সম্পূর্ণ চরিত্রের রঙে রাঙিয়ে তুলেছেন আলিয়া।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ছবিটির টিজার মুক্তির পর থেকেই মূলত দর্শকরা অধীর আগ্রহে আছে। এবার সেই আগ্রহ খানিকটা উসকে দিল ছবির ট্রেলার।
ট্রেলারে আলিয়াকে নতুন রূপে দেখে মুগ্ধ নেটিজেনরা। সবকিছু ঠিক থাকলে বহুপ্রতীক্ষিত এ ছবিটি ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
মূলত আলিয়ার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিটি।
এ ছবির জন্য আলিয়াকে ভীষণ শ্রম দিতে হয়েছে। আর দশটা ছবির প্রস্তুতির চেয়ে নিতে হয়েছে বাড়তি প্রস্তুতি।
জানা গেছে, পর্দায় গাঙ্গুবাইয়ের মতো দাপুটে চরিত্র ফুটিয়ে তোলার জন্য তাকে একাধিক ওয়ার্কশপ করতে হয়েছে। এই চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণভাবে নিংড়ে দিয়েছেন তিনি।
ছবির প্রচারণার সময় আলিয়া গাঙ্গুবাইয়ের চরিত্রের প্রস্তুতির কিছু কথা ফাঁস করেছেন। এই বলিউড অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিশিষ্ট এক ডায়লেক্ট কোচের কাছ থেকে যথাযথ উচ্চারণ শিখেছেন। তার কাছ থেকেই গাঙ্গুবাইয়ের মতো বাচনভঙ্গি রপ্ত করেছেন আলিয়া।
এমনকি গলার স্বর উঁচু–নিচু করার প্রক্রিয়া তিনি শিখেছেন।
মুম্বাইয়ের কুখ্যাত যৌনপল্লি কামাতিপুরাকে একসময় শাসন করতেন গাঙ্গুবাই। আলিয়া নিজে সেই কামাতিপুরাতে গিয়েছেন।
এই বলিউড অভিনেত্রী জানিয়েছেন, তিনি কামাতিপুরাতে গিয়ে বেশ কয়েকজন যৌনকর্মীর সঙ্গে সময় কাটিয়েছেন। তাদের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছেন আলিয়া।
এ ছাড়া তিনি নিজের পর্যবেক্ষণ, আর প্রচেষ্টার মাধ্যমে চরিত্রের মতো নিজেকে গড়ে নিয়েছেন। আর বাকিটা পরিচালক সঞ্জয় লীলা বানসালির ওপর পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন আলিয়া।
তিনি জানিয়েছেন, বানসালির মতো পরিচালকের ওপর তার সম্পূর্ণ আস্থা ছিল।
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে অজয় দেবগনকে ক্যামিও হিসেবে দেখা যাবে। এ ছাড়া ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন শান্তনু মহেশ্বরী, বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি, সীমা পাহওয়া, আর জিম সারভ।
এবার সেই গাঙ্গুবাইয়ের গল্প নিয়ে পর্দায় আসছে রাজিখ্যাত নায়িকা আলিয়া ভাট। নিজেকে জাত অভিনেতা হিসেবে আবারও প্রমাণ করলেন আলিয়া ভাট।
আলিয়ার এই নতুন পরিচয় সবাইকে শিহরিত করেছে।
বহুল আলোচিত গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তির পর থেকে আলিয়ার জয়জয়কার সর্বত্র।
অনেকের মতে, এ বছরের সেরা ছবিগুলোর একটি হতে চলেছে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি। আর আলিয়ার ক্যারিয়ারের সেরা কাজ হতে চলেছে বলে অনেকের দাবি।
গাঙ্গুবাইয়ের শরীরী ভাষা, আদবকায়দা, কথাবলার ভঙ্গি সবকিছু দারুণভাবে রপ্ত করেছেন এই বলিউড নায়িকা। নিজেকে সম্পূর্ণ চরিত্রের রঙে রাঙিয়ে তুলেছেন আলিয়া।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ছবিটির টিজার মুক্তির পর থেকেই মূলত দর্শকরা অধীর আগ্রহে আছে। এবার সেই আগ্রহ খানিকটা উসকে দিল ছবির ট্রেলার।
ট্রেলারে আলিয়াকে নতুন রূপে দেখে মুগ্ধ নেটিজেনরা। সবকিছু ঠিক থাকলে বহুপ্রতীক্ষিত এ ছবিটি ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
মূলত আলিয়ার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিটি।
এ ছবির জন্য আলিয়াকে ভীষণ শ্রম দিতে হয়েছে। আর দশটা ছবির প্রস্তুতির চেয়ে নিতে হয়েছে বাড়তি প্রস্তুতি।
জানা গেছে, পর্দায় গাঙ্গুবাইয়ের মতো দাপুটে চরিত্র ফুটিয়ে তোলার জন্য তাকে একাধিক ওয়ার্কশপ করতে হয়েছে। এই চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণভাবে নিংড়ে দিয়েছেন তিনি।
ছবির প্রচারণার সময় আলিয়া গাঙ্গুবাইয়ের চরিত্রের প্রস্তুতির কিছু কথা ফাঁস করেছেন। এই বলিউড অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিশিষ্ট এক ডায়লেক্ট কোচের কাছ থেকে যথাযথ উচ্চারণ শিখেছেন। তার কাছ থেকেই গাঙ্গুবাইয়ের মতো বাচনভঙ্গি রপ্ত করেছেন আলিয়া।
এমনকি গলার স্বর উঁচু–নিচু করার প্রক্রিয়া তিনি শিখেছেন।
মুম্বাইয়ের কুখ্যাত যৌনপল্লি কামাতিপুরাকে একসময় শাসন করতেন গাঙ্গুবাই। আলিয়া নিজে সেই কামাতিপুরাতে গিয়েছেন।
এই বলিউড অভিনেত্রী জানিয়েছেন, তিনি কামাতিপুরাতে গিয়ে বেশ কয়েকজন যৌনকর্মীর সঙ্গে সময় কাটিয়েছেন। তাদের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছেন আলিয়া।
এ ছাড়া তিনি নিজের পর্যবেক্ষণ, আর প্রচেষ্টার মাধ্যমে চরিত্রের মতো নিজেকে গড়ে নিয়েছেন। আর বাকিটা পরিচালক সঞ্জয় লীলা বানসালির ওপর পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন আলিয়া।
তিনি জানিয়েছেন, বানসালির মতো পরিচালকের ওপর তার সম্পূর্ণ আস্থা ছিল।
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে অজয় দেবগনকে ক্যামিও হিসেবে দেখা যাবে। এ ছাড়া ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন শান্তনু মহেশ্বরী, বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি, সীমা পাহওয়া, আর জিম সারভ।
সর্বশেষ সংবাদ