Printed on Sat Sep 25 2021 9:45:19 AM

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক
রাজনীতি
রওশন এরশাদ আইসিইউতে
রওশন এরশাদ আইসিইউতে
অসুস্থ অবস্থায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ১৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ আগস্ট সোমবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান ।


জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না।


মো. মামুন হাসান জানান, রওশন এরশাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন। আগেও এই সমস্যা ছিল।


এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।


মামুন জানান, রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান সংসদ সদস্য রাহ্গীর আলমাহি সাদ এরশাদ।


রওশন এরশাদ দশম ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী। তার সঙ্গে তিনি ১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ভয়েস টিভি/ এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51253
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ