রণবীরের প্রেমে হাবুডুবু খাওয়া আলিয়া বললেন ‘আমি বেশ রোমান্টিক’


রণবীর কপূরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মহেশ-কন্যা। ঋষি-তনয়ের সঙ্গে তার জমাটি রসায়ন প্রকাশ্যেও আসছে যখন-তখন, যেখানে-সেখানে। আপাতত সামনে ছবি মুক্তি। ‘ব্রহ্মাস্ত্র’-এর হাত ধরেই পর্দায় এই প্রথম জুটি বাঁধছেন বাস্তবের যুগল। শোনা যাচ্ছে, নির্মাতারাই নাকি ছবি মুক্তির আগে তাদের বিয়েটা আটকে দিয়েছেন।
কিন্তু তাতে কি আর প্রেম করা আটকায়! নাকি লুকোচুরির দরকার পড়ে! কদাপি নয়। এক সাক্ষাৎকারে আলিয়া তাই সরাসরিই বলছেন, “আমি গোটা শহরে নিজের প্রেমের বিজ্ঞপ্তি বা পোস্টার ঝোলাতে যাচ্ছি না! তা বলে লুকোতেই বা যাব কেন! আমাদের সম্পর্কটা এখন এমন জায়গায় দাঁড়িয়ে, সেখানে তা লুকিয়ে রাখার কোনও প্রয়োজনও নেই।”
দু’জনের সম্পর্কের বয়স গড়িয়ে গিয়েছে বেশ কিছু দিন। বলি পাড়ারই খবর, অতিমারি পরিস্থিতি না এলে হয়তো এত দিনে সাত পাকও ঘুরে ফেলতেন দু’জনে।
আলিয়া বলেন, “আমি সত্যিই রণবীরের প্রেমে ডুবে আছি। এই সম্পর্কটায় আমার অগাধ বিশ্বাস। আর তাই এই মুহূর্তে আমি বেশ রোমান্টিক এবং ‘প্রেম যখন করেইছি, ভয় কীসের!’ গোত্রের মানুষ। অনেক বছর ধরে একটা সম্পর্কে থাকার এটাই তো সবচেয়ে বড় পাওনা।”
ভয়েস টিভি/এসএফ
কিন্তু তাতে কি আর প্রেম করা আটকায়! নাকি লুকোচুরির দরকার পড়ে! কদাপি নয়। এক সাক্ষাৎকারে আলিয়া তাই সরাসরিই বলছেন, “আমি গোটা শহরে নিজের প্রেমের বিজ্ঞপ্তি বা পোস্টার ঝোলাতে যাচ্ছি না! তা বলে লুকোতেই বা যাব কেন! আমাদের সম্পর্কটা এখন এমন জায়গায় দাঁড়িয়ে, সেখানে তা লুকিয়ে রাখার কোনও প্রয়োজনও নেই।”
দু’জনের সম্পর্কের বয়স গড়িয়ে গিয়েছে বেশ কিছু দিন। বলি পাড়ারই খবর, অতিমারি পরিস্থিতি না এলে হয়তো এত দিনে সাত পাকও ঘুরে ফেলতেন দু’জনে।
আলিয়া বলেন, “আমি সত্যিই রণবীরের প্রেমে ডুবে আছি। এই সম্পর্কটায় আমার অগাধ বিশ্বাস। আর তাই এই মুহূর্তে আমি বেশ রোমান্টিক এবং ‘প্রেম যখন করেইছি, ভয় কীসের!’ গোত্রের মানুষ। অনেক বছর ধরে একটা সম্পর্কে থাকার এটাই তো সবচেয়ে বড় পাওনা।”
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ