রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা


রমজান মাস উপলক্ষে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠকে রোজার মাসে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই অফিসসূচি নির্ধারণ করা হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এবার রোজায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।’
এমনিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধায় অফিস সূচি বদলে দিয়েছে সরকার।
ভয়েসটিভি/আরকে
সর্বশেষ সংবাদ