এখনও কুমারী রাখি, বিয়ে করতে চান আমির খানকে


আমির খান ও কিরণ রাওয়ের ডিভোর্সের পর অদ্ভুত আবদার করে বসলেন রাখি সাওয়ান্ত। রাখির দাবি, তিনি এখনও কুমারী। তৃতীয় বিয়ের জন্য তার কথাও একবার ভেবে দেখতেই পারেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
গত শনিবার বিজ্ঞপ্তি দিয়ে ডিভোর্সের কথা ঘোষণা করেন আমির ও কিরণ। ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক ছিল দু’জনের। আচমকা বিচ্ছেদের খবরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। অনেকে আমিরের বিয়ে ভাঙার জন্য অভিনেত্রী ফতিমা সানা শেখকে দায়ী করেন।
এত কিছু ঘটে গিয়েছে জানতেনই না রাখি সাওয়ান্ত। সাংবাদিকরাই তাকে সেকথা জানান। খবর শুনে প্রথমে চমকে যান রাখি সাওয়ান্ত। তারপরই দাবি করেন, ১৫ বছর আগে তিনি নাকি এক সাক্ষাৎকারের মাধ্যমে আমিরকে প্রথম স্ত্রী রিনা দত্তকে ছেড়ে কিরণকে বিয়ে করতে বারণ করেছিলেন। দ্বিতীয় বিয়ে না টেকাতেও হতাশ রাখি। পরক্ষণেই আবার লজ্জা পেয়ে জানান, আমি এখনও কুমারী।
গত শনিবার বিজ্ঞপ্তি দিয়ে ডিভোর্সের কথা ঘোষণা করেন আমির ও কিরণ। ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক ছিল দু’জনের। আচমকা বিচ্ছেদের খবরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। অনেকে আমিরের বিয়ে ভাঙার জন্য অভিনেত্রী ফতিমা সানা শেখকে দায়ী করেন।
এত কিছু ঘটে গিয়েছে জানতেনই না রাখি সাওয়ান্ত। সাংবাদিকরাই তাকে সেকথা জানান। খবর শুনে প্রথমে চমকে যান রাখি সাওয়ান্ত। তারপরই দাবি করেন, ১৫ বছর আগে তিনি নাকি এক সাক্ষাৎকারের মাধ্যমে আমিরকে প্রথম স্ত্রী রিনা দত্তকে ছেড়ে কিরণকে বিয়ে করতে বারণ করেছিলেন। দ্বিতীয় বিয়ে না টেকাতেও হতাশ রাখি। পরক্ষণেই আবার লজ্জা পেয়ে জানান, আমি এখনও কুমারী।
সর্বশেষ সংবাদ