Printed on Sat May 21 2022 5:31:36 AM

রোগীর অচল হাত সচল করতে নার্সের ড্যান্স!

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
নার্সের
নার্সের
ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করেন নার্সরাও। রোগীদের সারিয়ে তোলায় তাদের অবদান কোন অংশে কম নয়। যে ওষুধ ডাক্তাররা প্রেসক্রাইব করে দেন, তা পরম যত্নে খাইয়ে দেন নার্সরা। শরীরের পাশাপাশি, মনের ক্ষতকেও সারিয়ে তোলেন। রোগের সঙ্গে লড়াইয়ের সাহস জোগান। এর জন্য নানা উপায় অবলম্বন করেন। এমনই এক অভিনব উপায় অবলম্বন করতে দেখা গেল এক নার্সকে।

পক্ষাঘাতে আক্রান্ত এক রোগীকে ফিজিওথেরাপি করানোর কথা ছিল নার্সের। নাচকে হাতিয়ার করেই এই কাজটি সারেন তিনি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। যাতে দেখা যাচ্ছে রোগীর সামনে প্রথমে নিজে নাচতে শুরু করেন নার্স। তা দেখে উৎসাহিত হয়ে এক হাত তুলে নাচার চেষ্টা করেন রোগী। নার্স যখন লক্ষ্য করেন রোগীর নাচে মগ্ন হয়ে গিয়েছেন, তার অন্য হাতটি ধরে নাচার অনুরোধ জানান। সে কথা সহজেই মেনে নেন রোগী। আর তাতেই মেলে ফল।

ভিডিওটি কোন হাসপাতালের, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ভিডিওটি ভারতের কোনো এক হাসপাতালের হবে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই নার্সের একাজের প্রশংসা করেছেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/64717
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ