লন্ডনের আদলে ‘টপ মডেল’ প্রতিযোগিতা বাংলাদেশে


আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী মডেল মাকসুদা আক্তার প্রিয়তি। মিস আয়ারল্যান্ড ২০১৪ ও মিস আর্থ ২০১৬ হয়ে দেশে বিদেশে তারকাখ্যাতি জুটে এই বাঙালি কন্যার। তিনি ২০২১ সালে ‘টপ মডেল’ ইউকের মুকুটও জিতে নিয়েছেন।
লন্ডনের প্রতিযোগিতার আদলে প্রিয়তি এবার শুরু করতে যাচ্ছেন ‘টপ মডেল বাংলাদেশ’। তিনি এ আয়োজনে সমন্বয়ের ভূমিকা পালন করবেন।
প্রিয়তি জানান, বাংলাদেশে প্রতিযোগিতাটি পরিচালনা করার জন্য তিনি লাইসেন্স পেয়েছেন। আর শিগগিরই শুরু হচ্ছে বাংলাদেশ অংশের কাজ।
ইতোমধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন। এখানে অংশ নিতে পারবেন ১৮-২৯ বছর বয়সী নারী ও পুরুষ। ৫টি বিভাগে বিজয়ী করা হবে প্রতিযোগীদের।
বিভাগগুলো হলো পুরুষ এডিটোরিয়াল (বয়স ১৮-২৯), পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০-৪২), নরী এডিটোরিয়াল (বয়স ১৪-১৯), নারী কমার্শিয়াল (বয়স ২০-২৯) এবং নারী ক্ল্যাসিক (বয়স ৩০-৪০)।
চূড়ান্ত বিজয়ী নারী বা পুরুষ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লন্ডনের টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইডে। যা হবে চলতি বছরের সেপ্টেম্বরে।
ভয়েসটিভি/আরকে
লন্ডনের প্রতিযোগিতার আদলে প্রিয়তি এবার শুরু করতে যাচ্ছেন ‘টপ মডেল বাংলাদেশ’। তিনি এ আয়োজনে সমন্বয়ের ভূমিকা পালন করবেন।
প্রিয়তি জানান, বাংলাদেশে প্রতিযোগিতাটি পরিচালনা করার জন্য তিনি লাইসেন্স পেয়েছেন। আর শিগগিরই শুরু হচ্ছে বাংলাদেশ অংশের কাজ।
ইতোমধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন। এখানে অংশ নিতে পারবেন ১৮-২৯ বছর বয়সী নারী ও পুরুষ। ৫টি বিভাগে বিজয়ী করা হবে প্রতিযোগীদের।
বিভাগগুলো হলো পুরুষ এডিটোরিয়াল (বয়স ১৮-২৯), পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০-৪২), নরী এডিটোরিয়াল (বয়স ১৪-১৯), নারী কমার্শিয়াল (বয়স ২০-২৯) এবং নারী ক্ল্যাসিক (বয়স ৩০-৪০)।
চূড়ান্ত বিজয়ী নারী বা পুরুষ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লন্ডনের টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইডে। যা হবে চলতি বছরের সেপ্টেম্বরে।
ভয়েসটিভি/আরকে
সর্বশেষ সংবাদ